মোঃ সাইফুল ইসলাম ,সিংগাইর( মানিকগঞ্জ) থেকে:১২ অক্টোবর-২০২২,বুধবার।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের বরাটিয়া মোড় হতে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে রাকিব হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে । তিনি দক্ষিণ চারিগ্রামের মজিবর রহমানের পুত্র। সরকারি এ গাছ কেটে ফেলায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হচ্ছে ।
সরেজমিন গতকাল বুধবার বিকেলে গিয়ে দেখা যায়, চারিগ্রাম টু বালু খন্ড পাকা রাস্তার বরাটিয়া মোড় সড়কের কড়ই , মেহগনি ও ২টি কাঁঠাল গাছসহ মোট চারটি পরিপক্ক গাছ কেটে ফেলেছে রাকিব । । স্থানীয় ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদের চোখকে ফাঁকি দিয়ে প্রকাশ্যে দিবালোকে লক্ষ লক্ষ টাকার গাছ কেটে ফেলেছে ঐ ব্যক্তি ।
স্থানীয় তমিজ ফকির ও দুলি মিয়া জানান অনেক পুরাতন ওদামী এ সরকারি গাছকেটে ফেলায় পথচারীরা ছায়াও অক্সিজেন হতে বঞ্চিত হলো। গাছ মানুষের পরম বন্ধু । গাছআমাদের অক্রিজেন দেয় মানবদেহ ক্ষতি কারক কার্বনড্রাই অক্রাইড গ্রহন করে । গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতির বড় নিয়ামক হিসেবে কাজ করে। এভাবে গাছ কেটে ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট ও পরিবেশের উপর প্রভাব পড়তে পারে। ৯ নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম সাংবাদিক দের জানান , সরকারি গাছ কাটার বিষয়টি আমি ইউপি চেয়ারম্যান ও নায়েব সাহেবকে জানিয়েছি। তা সত্ত্বেও গাছগুলো কেটে ফেলা হয়েছে।
, অভিযুক্ত রাকিব হোসেন আলমাস কেটে ফেলা গাছগুলো তাদের বলে দাবী করেন।
এ ব্যাপারে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দীপন দেবনাথ বলেন, সরকারি গাছ কাটার বিষয়টি আমি অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।