সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ১০ আগস্ট-২০২২,বুধবার।
মানিকগঞ্জের সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ প্রতিনিধি মাসুম বাদশাহর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চার্জশীট দাখিল করেছেন পুলিশ । মামলার তদন্তে আসামী মো. মোস্তাফিজুর রহমান খান মুকুলের বিরুদ্ধে এজাহারে উল্লেখিত অভিযোগ প্রমানিত হওয়ায় আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে বলে জিআরও জাহাঙ্গীর আলম নিশ্চিত করেন। অভিযুক্ত আসামী মোস্তাফিজুর রহমান খান মুকুল (৩৫)উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খান পাড়া গ্রামের মৃত মনিরুজ্জামানের পুত্র।
জিআরও আরো জানান, বুধবার (১০ আগস্ট) মানিকগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৫ এর আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর নূর শুনানী শেষে সাইবার ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন । চার্জশীট থেকে জানা যায়,আসামী মুকুল বিভিন্ন সময় বাদীর বিরুদ্ধে আক্রমণাত্মক, মিথ্যা ও ভীতি প্রদর্শন এবং মানহানিকর তথ্য উপস্থাপন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফেসবুক আইডিতে প্রকাশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এতে গত ২৫ মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনে মুকুলের বিরুদ্ধে সাংবাদিক মাসুম বাদশাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেফতার করেন। আসামীর কাছ থেকে জব্দ করা মোবাইল ফোন সিআইডির ফরেনসিক ল্যাবরেটরীতে পাঠানো হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা মিলে। তদন্ত শেষে গত ৩০ জুন মামলার তদন্ত কর্মকর্তা ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(৩)/২৯(২)/৩১(৩) ধারার অপরাধে আদালতে চার্জশীট দাখিল করেন।
উল্লেখ্য, সিংগাইর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি মো. কোহিনুর ইসলাম রাব্বির দায়ের করা আইসিটি আইনের ৫৭ ধারায় মো. মোস্তাফিজুর রহমান খান মুকুলের বিরুদ্ধে আরো একটি চার্জশীটভুক্ত মামলা আদালতে বিচারাধীন রয়েছে।