মুহ. মিজানুর রহমান বাদল ,স্টাফরিপোর্টার:১৩ জুলাই-২০২৩,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের সিংগাইর থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসার অভিযোগে দুইভাইকে গ্রেফতার করেছে।
সিংগাইর থানারএসআই শেখতারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১১ জুলাই) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গুচ্ছগ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময ফোর্ডনগরএলাকার মৃত ওহেদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী লেবুমিয়া (৪২) আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫০পিস ইয়াবা উদ্ধার করেন। এরপর মঙ্গলবার (১২ জুলাই) দিবাগত রাতসাড়ে ১২টার দিকে ফোর্ডনগর দক্ষিনপাড়া গ্রামের মৃতওহেদ আলীর ছেলে মেঘুমিয়া(৪৪) বাড়িতে অভিযান পরিচালনাকরেন। এ সময় পুলিশ মাদক ব্যবসায়ী মেঘুরকাছ থেকে ১০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিংগাইর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বুধবার সকালে আসামীদের মানিকগঞ্জ আদালতেপাঠানো হয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুরইসলাম বলেন, মাদক ব্যবসায়ী আপন দুইভাইকে গ্রেফতার করে আদালতেপাঠানো হয়েছে। মাদক নিমূলে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।