সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি::২২জুলাই২০১৯,সোমবার।
সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৫ জুলাই। ওই ওয়ার্ডে মোরগ প্রতীক নিয়ে ইউপি সদস্য(মেম্বার) প্রার্থী ছানোয়ার হোসেন খাঁন ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। নির্বাচনী এলাকায় সর্বত্র শুধু মোরগ প্রার্থীর জয়গান। মানুষের মুখে মুখে শুধু ছানোয়ার হোসেনের নাম। ভোটাররাই প্রার্থীর ভূমিকা পালন করছেন। সকল ভোটররা একত্রিত হয়ে মোরগ মার্কার পক্ষে মাঠে নেমেছেন। তারা আগামী ২৫ জুলাই মোরগ মার্কার প্রার্থী ছানোয়ার হোসেন খাঁনকে বিপুল ভোটে নির্বাচিত করতে অপেক্ষা করছেন।
এলাকার সাধারন ভোটাররা জানান, ছানোয়ার হোসেন খাঁন শিক্ষিত ও সমাজ সেবক হিসেবে বেশ পরিচিত। সাধারণ মানুষের বিপদে সবসময় পাশে থাকেন তিনি। যোগ্য প্রার্থী হিসেবে ছানোয়ার হোসেনের বিকল্প নেই।
ছানোয়ার হোসেন খাঁন জানান, মানুষের ভালবাসা নিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করবো ইনসাআল্লাহ।
সবসময় সাধারণ মানুষের বিপদ-আপদে পাশে ছিলাম,আছি এবং থাকবো। তবে নির্বাচন সুষ্ঠু নিয়ে সংশয় রয়েছে। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোসাঃ সরেলা বেগমের লোকজন নির্বাচনীয় প্রচার-প্রচারণায় আমার লোকজনদের বাঁধা দিচ্ছেন। আমার সমর্থকদের মামলা-হামলার ভয়-ভীতি দেখাচ্ছেন। প্রশাসনের কাছে আমার দাবি নির্বাচনের দিন যেন পরিবেশ সুষ্ঠু থাকে।
উল্লেখ্য, ধল্লা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিকের মৃত্যু জনিত কারণে ওই ওয়ার্ডটি শূন্য ঘোষণা করেন প্রশাসন। নির্বচনীয় তফসিল অনুযায়ী আগামি ২৫ জুলাই ভোট গ্রহন। আঠাঁলিয়া গ্রামের ওই ওয়ার্ডে ভোটার রয়েছে ১৬৭৩ জন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি