Logo
ব্রেকিং :
গনতন্ত্রকে হত্যা করছে সরকার– – আমীর খসরু মাহমুদ চৌধুরী আমি জানি রাণীশংকৈল শান্তি প্রিয় এলাকা তারপরেও সজাগ থাকতে হবে— ডিসি মাহবুবুর রহমান বিএনপি নির্বাচনে না এলেও ভোট বর্জন করা যাবে না —– এম,পি হাফিজ উদ্দীন  নেত্রকোনায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে মানববন্ধন নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ঘিওর সম্প্রীতি সমাবেশ ও শারদীয় দুর্গোৎসরে মতবিনিময় সভা ঘিওর -হিজুলিয়া- ভররা সড়কের বেহাল অবস্থা ১৬ গ্রামবাসীর হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের নতুন কমিটি গঠন দৌলতপুরে সম্প্রীতি সমাবেশ ও দূর্গাপূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় অবৈধ ড্রেজার বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সিরাজগঞ্জর কুড়িপাড়া গ্রামে জমিজমা বিরোধের জেরে পরিকল্পিত হামলায় আহত -৪

রিপোর্টার / ১০৭ বার
আপডেট সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

মোকাদ্দেস হোসেন,  সিরাজগঞ্জ প্রতিনিধি :১৭ অক্টোবর-২০২২,সোমবার।
সিরাজগঞ্জের কুড়িপাড়া গ্রামে জমিজমা বিরোধের জের ধরে পরিকল্পিত হামলায় ও মারপিটের ঘটনায় ৪ জনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আবু তাহেরের স্ত্রী শেফালী খাতুন সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। গুরুতর আহত ৪ জনের মধ্যে এখনো দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়। গত শুক্রবার ( ৭ অক্টোবর) সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়িপাড়া গ্রামে মৃত আলহাজ মজিবর রহমানের ছেলে আবু তাহের (৬২) এর ক্রয়কৃত জমি ভাগবাটোয়ারা নিয়ে তারই নিকটতম আত্বীয় শাহজাহান,শাহআলম ও শামছুল হকের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে প্রতিপক্ষের লোকজন জোড়পুর্বক আবু তাহেরের রাস্তা সংলগ্ন ক্রয়কৃত জমি বেদখল দিতে মরিয়া হয়ে উঠে। এ ঘটনার জের ধরে গত শুক্রবার ( ৭ অক্টোবর) সকালে শাহজাহান,শাহ-আলম ও শামছুল হকের হুকুমে কামরুল হাসান, রিপন, নয়ন, রবিউল হাসান, বাবলু মিয়া আলাউদ্দিন ও আজিমুদ্দিনসহ তাদের সন্ত্রাসী বাহিনী দা, ছুরি, রড,লাঠিসোডা নিয়ে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে এলোপাথারি মারপিট শুরু করে। মারপিটে নারী পুরুষসহ ৫ জন আহত হয়। গুরুতর আহত আবু তাহের(৬৫), আব্দুস ছাত্তার (৬২), শাহআলী(৩৫) জীবন সরকার সুলতান((৩০) ও তাসলিমা আক্তার তনু আহত হয়। এদের মধ্যে গুরুতর
আহত আবু তাহের(৬৫), আব্দুস ছাত্তার (৬২), শাহআলী(৩৫) ও জীবন সরকার সুলতানকে স্থানীয়রা উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহত আবু তাহের ও আব্দুস ছাত্তার বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
শাহজাহান,শাহআলম ও শামছুল হক তাদের বিভিন্ন জেলায় চাকুরীরত ছেলেদের ডেকে এনে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের উপর হামলা চালায়। আবু তাহেরের পরিবার সহজ সরল ও জনসংখ্যায় কম থাকায় তাদের সম্পত্তি গ্রাস করতে এ ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয়রা জানান। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বিষয়টি সুষ্ঠ তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী। #####


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com