মুক্তার হাসান,চৌহালী (সিরাজগঞ্জ) :২৩ জানুয়ারী,বুধবার ্
সিরাজগঞ্জের চৌহালীতে রেনু বেগম (৪৮) নামের এক গৃহবধুর হাত-পা ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রেনুর স্বামী রেহাইপুখুরিয়া গ্রামের ভ্যান চালক আব্দুল মালেক। মঙ্গলবার মধ্য রাতে চৌহালীর রেহাইপুখুরিয়া গ্রামেএঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া গ্রামের ফজল হোসেনের ছেলে ভ্যান চালক মালেকের (৫৩) সাথে একই গ্রামের আবদুল গণির মেয়ে রেনু বেগমের বিয়ে হয়। তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে। প্রথম দিকে সংসারে শান্তি থাকলেও পরবর্তীতে বিভিন্ন কারনে পারিবারিক কলহ চলে আসছিল দীর্ঘদিন ধরে। মঙ্গলবার মধ্যরাতের দিকে প্রকৃতির ডাকে সারা দিতে রেনু বেগম বাহিরে বের হলে পূর্ব থেকে ওত পেতে থাকা স্বামী আবদুল মালেক লোহার রড় দিয়ে পিটিয়ে পা ও হাত ভেঙ্গে ফেলে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে চৌহালী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এস এম মাসুম জানান, রেনুর পা ও হাতের হাড় ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনার খরব পেয়ে চৌহালী থানার ওসি তদন্ত হাসিবুল্লাহ হাসিব রেনুকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তবে লিখিত কোন অভিযোগ না পাওয়ায় আইনি ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান ওসি তদন্ত হাসিব উল্লাহ।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি