সিরাজগঞ্জ প্রতিনিধি :১৪এপ্রিল- ২০১৯,রবিবার।
মঙ্গল শোভাযাত্রাসহ নাচ-গানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বর্ষবরণ পালিত হচ্ছে।
রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বাঙালির সংস্কৃতির পরিচয় বহনকারী মাথাল, কলশী, চালুন, কুলা, একতার, মাছ, পালকি, ঘুড়ি, চরকি ও বর-বউ সাজসহ বিভিন্ন প্রতীক নিয়ে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এছাড়াও দিনভর অরুনিমা সঙ্গীতালয়ের উদ্যোগে বাজারষ্টেশন বটতলায় গান পরিবেশন পরিবেশন করা হয়। এর আগে সকালে প্রভাতী সংঘ কালেক্টরেট ভবনের সামনের পান্তা-ইলিশ খাবারের আয়োজন করেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি