
পাবনা প্রতিনিধি:
পাবনার সুজানগর উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনে সন্তুষ্টি প্রকাশ করে আনন্দ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।
মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেলে উপজেলার নবগঠিত কমিটির আহ্বায়ক তৌফিক হাসানের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ আব্দুর রউফের পরিচালনায় উপজেলার ভবানীপুর কুটিপাড়া মোড়ে অসংখ্য নেতাকর্মী নিয়ে এ মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভবানীপুর মোড়ে এসে শেষ হয়ে। অনুষ্ঠিত হয় পথ সভা।
সভায় নবগঠিত কমিটির সন্তুষ্টি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান সিদ্দিক,জেলা বিএনপির সদস্য আবুল হাশেম, সেলিম আহমেদ, মোঃ আসিফ আলী খান, সেলিম সরদার, জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক ইয়ামিন খান সহ আরো অনেকে৷
এছাড়া উপস্থিত ছিলেন সুজানগর পৌর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক কামাল বিশ্বাস ও সদস্য সচিব জসিম বিশ্বাস।