Logo
ব্রেকিং :
নেত্রকোনায় বিজিবির গুলিতে এক চোরাকারবারী নিহত নেত্রকোনায় অসুস্থ্য আ’লীগ নেতার পাশে সাবেক সচিব বারহাট্রা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার উদ্ধোধন টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার বালিকায় এডভোকেট মামুনুর রশিদের ইফতার বিতরণ বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচী কেন্দুয়ায় চাঞ্চল্যকর কাঠমিস্ত্রি খুনের প্রধান আসামী র্যাবের হাতের গ্রেফতার গোয়ালন্দে জাটকা সংরক্ষণে পদ্মায় নৌ  র‍্যালী ও জেলেদের শপথ সার্ভিক্যাল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন- দুর্জয় কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সুনামগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন, চাচা আহত

রিপোর্টার / ২৩ বার
আপডেট মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

কামাল হোসেন, সুনামগঞ্জ প্রতিনিধি:০৩ মার্চ-২০২০,মঙ্গলবার।
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় র্পূব বিরোধের জেরধরে আপন চাচাত বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহতের বাবা নাসির উদ্দিন(৫৫)। নিহতের নাম শহিদ নুর (১৬), সে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের টেকেরগাঁও গ্রামের নাসির উদ্দিনের ছেলে। এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া বড়টেক এলাকায়।এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ দুপুরে ঘটনার স্থল পরিদর্শন করে। স্থানীয় এলাকাবাসী জানান, নিহত শহিদ নুরের পিতা নাসির উদ্দিনের সাথে তার আপন চাচাত বড় ভাই মৃত নবিকুলের ছেলে গোলাম কাদির(২৬) এর সাথে বাড়ির জায়গা জমিন নিয়ে র্দীঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে নবিকুলের ছেলে গোলাম কাদির তার চাচা নাসির উদ্দিনকে ফোন করে গোলাম কাদিরের বাড়িতে আসতে বলে। পরে চাচা নাসির উদ্দিন ভাতিজার ফোন পেয়ে গোলাম কাদিরের বাড়িতে যাওয়া মাত্রই পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে গোলাম কাদির, তার মামা সাকুর মিয়া(৩৫), তার বোন রাশেনা বেগম, পপিয়া বেগম ও তার মাসহ ৬/৭ জন মিলে মারধর শুরু করে। এক পর্যায়ে ভাতিজা গোলাম কাদির তার হাতে থাকা লোহার শাবল দিয়ে নাসির উদ্দিনের পেটে আঘাত করলে সে গুরুতর আহত হয়। এ খবর পেয়ে নাসির উদ্দিনের ছেলে শহিদ নুর ঘুম থেকে উঠে ঘটনার স্থলে গেলে তাকেও ভারতীয় ভোজাং দিয়ে পেটে আঘাত করে গুরুতর আহত করে গোলাম কাদির। পরে স্থানীয় এলাকাবাসী ও তার পরিবারের লোকজনের সহযোগীতায় নাসির উদ্দিন ও তার ছেলে শহিদ নুরকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পথিমধ্যে শহিদ নুর মারা যায়। এবং গুরুতর আহত নাসির উদ্দিকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমাণী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তাহিরপুর থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , সংবাদ পেয়ে ঘটনার স্থলে পুলিশ পাঠনো হয়েছে। জড়িতদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।

কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com