মুহাম্মদ জুবাইর, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:১৮ ফেরুয়ারী-২০২০,মঙ্গলবার।
টেকনাফ সেন্টমার্টিনে এখনো ভেসে আসছে মানুষের মৃতদেহ। গেল এক সাপ্তাহে বঙ্গোপসাগরে ২১ জনের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। গত ১১ ফেব্রুয়ারী সাগর পথে মালয়েশিয়া পাড়ি দেওয়ার সময় সেন্টমার্টিন দক্ষিন-পশ্চিম বঙ্গোপসাগরের ১০/১২ নটিক্যাল মাইল দূরে প্রায় দেড় শতাধিক মালয়েশিয়াগামীনিয়ে ট্রলার ডুবে যায়। এসময় ভাসমান অবস্থায় ১৫ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড ও নৌবাহিনী। একই সঙ্গে আরও ৭২ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। নিখোঁজ ছির ৫১ জন। ট্রলার ডুবির ৪৮ ঘন্টা পর একজনকে জীবিত উদ্ধার করা হলেও অন্যরা নিখোঁজ ছিল। এর পর বিভিন্ন সময়ে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো নিখোঁজ ৬ জনের মৃতদেহ। এরই মাঝে সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সেন্টমার্টিনের ছেঁডা দ্বীপের পশ্চিমাংশ থেকে ভাসমান আরো দু’টি মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি মধ্য বয়সী পুরুষের। এনিয়ে মৃতুদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়ায় ২১ জন।
কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লে. নাঈম উল হক জানান, সেন্টমার্টিন কোস্টগার্ডের সদস্যরা টহল দেয়ার সময় দ্বীপের দক্ষিণ-পশ্চিম পাশে সকাল সাড়ে ৯টার দিকে সাগরে ভাসমান দুটি মরদেহ দেখতে পায়। পরে মরদেহ দুটি উদ্ধার করে বেলা ১১টার দিকে কাঠের বোটে করে মরদেহ দুটি টেকনাফ মডেল থানায় হস্তান্তরের জন্য নেয়া হয়েছে।###