টেকনাফ প্রতিনিধি:১২ ফেরুয়ারী-২০২০,বুধবার।
টেকনাফ সেন্টমার্টিনে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় ১৯ মানবপাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটক করা হয়েছে ৮ দালালকে। আটককৃতরা হচ্ছে
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার হাসান আলীর ছেলে সৈয়দ আলম (২৮), উলা মিয়ার ছেলে ফয়েস আহমদ (৫০), মো: আজমের ছেলে সাদ্দাম হোসেন (২০), জুম্মাপাড়া এলাকার মমতাজ মিয়ার ছেলে মো: রফিক (২৬), রাজারছড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে হুমায়ুন কবির (২০), উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্প ডি-বব্ল/৬৪ এর বাসিন্দা কবির হোসেনের ছেলে মো: ওসমান (২২), নোয়াখালীয়া পাড়াস্থ জুম্মাপাড়া এলাকার মৃত হাকিম আলীর ছেলে আব্দুস সালাম (৩০) ও কচ্চপিয়া গ্রামের হোসেন আলীর ছেলে মো: আয়ুব (৩৫)। তাদের ১২ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও আইনগত ব্যবস্থা নিতে আদালতের মাধ্যমে রিমান্ড চাইবে বলে জানিয়েছেন টেকনাফ থানা পুলিশের ওসি প্রদীপ কুমার দাশ।
তিনি আরো ১২ ফেব্রুয়ারি (বুধবার) সকালে বাংলাদেশ কোষ্টগার্ড টেকনাফ ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার (পিওআর) এমএম ইসলাম বাদী হয়ে ১৯ জনকে এজহারনামীয়সহ অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করে মামলার আবেদন করলে পুলিশ মামলাটি রুজু করেন।
তারা হলেন, টেকনাফ বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া এলাকার হাসান আলীর ছেলে সৈয়দ আলম (২৮), একই এলাকার আব্দুস সালামের ছেলে মো: আজিজ (৩০), উলা মিয়ার ছেলে ফয়েস আহমদ (৫০), মো: আজমের ছেলে সাদ্দাম হোসেন (২০), জুম্মাপাড়া এলাকার মমতাজ মিয়ার ছেলে মো: রফিক (২৬), রাজারছড়া এলাকার মোস্তাক আহমদের ছেলে হুমায়ুন কবির (২০), নোয়াখালীয়া পাড়া এলাকার রশিদ আহমদের ছেলে মো: করিম (৪৯), উখিয়ার বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্প ডি-ব্লক/৬৪ এর বাসিন্দা কবির হোসেনের ছেলে মো: ওসমান (২২), নোয়াখালীয়া পাড়াস্থ জুম্মাপাড়া এলাকার মৃত হাকিম আলীর ছেলে আব্দুস সালাম (৩০), কচ্চপিয়া গ্রামের হোসেন আলীর ছেলে মো: আয়ুব (৩৫), মিঠাপানির ছড়া গ্রামের বশির আহমদের ছেলে মো; ইউনুছ প্রকাশ ইউনুছ মাঝি (৪০), হাবিরছড়া এলাকার মো: সফিকের ছেলে মো: ছালাম (৪৫), নোয়াখালীয়া পাড়া গ্রামের মো: শফিকের ছেলে মো: হোসেন (৪৫), জুম্মাপাড়া এলাকার আব্দুল আলীর ছেলে সাইফুল ইসলাম (২৫), নোয়াখালীয়াপাড়া ফ্রিজ ভাঙ্গা এলাকার মৃত কবির আহমদের ছেলে সৈয়দুল হক (৩০), কচ্ছপিয়া এলাকার সামশুর ছেলে আব্দুর রহিম (২৫), কচ্ছপিয়া এলাকার হোসেন আলী ছেলে জাফর আলম (৩৫), নোয়াখালীয়া পাড়া বাগঘোনা এলাকার হাকিম আলীর ছেলে নুরুল ইসলাম (৪০) ও সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো: গফুর প্রকাশ ইসমাইল (৩০)। এছাড়াও অজ্ঞাত আরো ৫/৬জনকে আসামী করা হয়েছে।