
শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:০৮ সেপ্টেম্বর-২০২২,বৃহস্পতিবার।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৮ টি জলাশয়ে ৭৫ হাজার টাকায় ৩১২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সিনিয়র মৎস কার্যালয়ের উদ্যোগে এসব পোনামাছ অবমুক্ত করা হয়।
সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ পোনামাছ অবমুক্ত করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন, উপজেলা জ্যেষ্ঠ মৎস কর্মকর্তা আতাউর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মৎস কর্মকর্তা আতাউর রহমান জানান, ৭৫ হাজার টকায় নানা প্রজাতির ৩১২ কেজি পোনামাছ ক্রয় করা হয়। এসব মাছ উপজেলার খরখরিয়া নদী, চিকলী নদী, চিকলী আশ্রয়ন প্রকল্পের পুকুর, কামারপুকুর গুচ্ছগ্রামের পুকুর, কুজিপুকুর আশ্রয়ন প্রকল্পের পুকুর, তালপুকুর গুচ্ছগ্রামের পুকুর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পুকুর এবং দলবাড়ি বিলে অবমুক্ত করা হয়।