শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ৩১ মার্চ-২০২০,মঙ্গলবার।
নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা মূলক লিফলেট, মাক্স, হ্যান্ডস্যানিটাইজার বিতরণ করা হয়েছে। সকালে শহরের বিভিন্ন সড়কে ও প্রধান প্রধান মোড়ে জীবাণুনাশক মিশ্রিত পানি ছিটানো হয়। এর উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা সভাপতি ও সাবেক মেয়র আখতার হোসেন বাদল। সাথে ছিলেন সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর সভাপতি রফিকুল ইসলাম বাবুসহ উপজেলা ও পৌর কমিটির নেতৃবৃন্দ।
লকডাউন থাকা সত্বেও অনেক মানুষ বাজারে ঘোরাফেরা করায় তাদের নিজ নিজ ঘরে ফিরে যেতে অনুরোধ করেন নেতৃবৃন্দ। সকল দোকান মালিকদের অনুরোধ করেন যেন ক্রেতারা দোকানের সামনে যত্রতত্র ভাবে না দাড়িয়ে ৩ ফিট দুরত্ব বজায় রেখে প্রয়োজনীয় জিনিস পত্র কেনাকাটা করে।
উপজেলা সভাপতি আখতার হোসেন বাদল বলেন, সৈয়দপুরকে জীবাণু মুক্ত রাখতে এই ধরনের কার্যক্রম প্রয়োজনে অব্যাহত থাকবে। তিনি সৈয়দপুরবাসীর প্রতি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত নিয়ম মেনে চলার জন্য আহ্বান জানান এবং প্রয়োজনীয় বিষয়ে তাদের সাথে যোগাযোগের জন্য অনুরোধ জানান।