শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥২৪ মে-২০২০
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খোর্দ্দ বোতলাগাড়ি আশ্রয়ণ প্রকল্প ও গুচ্ছগ্রামের ১০২ টি পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এর শুভ উদ্ভোধন করা হয় ২৪ মে শনিবার দুপুরে বোতলাগাড়ী ইউনিয়নের ভূমি অফিসে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক নীলফামারী মোঃ হাফিজুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, খন্দকার মোঃ নাহিদ হাসান, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম মোঃ আশরাফুল হক, সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিমল কুমার সরকার।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোতলাগাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল হেলাল চৌধুরী, ইউপি সদস্যবৃন্দ ও সাংবাদিকগণ।
দীর্ঘদিন অন্ধকারে থাকার পর পরিবারগুলো এবার নিজ ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে ঈদ উদযাপন করবে যা ছিল তাদের গত ২ বছরের দাবি। এরপর সেখানকার ১০৯ টি পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রীও প্রদান করা হয়।