শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :০৩ মার্চ-২০২০,মঙ্গলবার।
নীলফামারীর সৈয়দপুরে সিমেন্টবাহী কার্গো ট্রাক থেকে ৩৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব ১৩। এ সময় ট্রাকের চালকসহ তিনজনকে আটক করে থানায় সোপর্দ্দ করা হয়। এ ব্যাপারে ২ মার্চ সোমবার রাতে র্যাব সদস্য রবিউল আলম নিজে বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করে।
মামলা সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চরকপাড়াস্থ আমজাদের মোড় সংলগ্ন ঠিকাদারী প্রতিষ্ঠান সৈকত এন্টারপ্রাইজের অফিসের সামনে থেকে সিমেন্টবাহী কার্গো ট্রাকটি আটক করে র্যাব-১৩। এ সময় ট্রাক (ঢাকা মেট্রো-উ ১১-৫৩০০) থেকে বস্তা ভর্তি ৩৪৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাব সদস্যরা এ সময় ট্রাকের চালক, সহকারী চালকসহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ গ্রামের পরিতোষ সরকারের পুত্র শংকর কুমার (২৮) ও উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের আলম প্রামানিকের পুত্র শামীম হোসেন (৩৫) এবং হবিগঞ্জ জেলা সদরের লাখাই বৈরাত গ্রামের মৃত আবু তাহেরের পুত্র মিলন হোসেন (১৮)।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি