শাহাজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :২৯ ফেব্রুয়ারী-২০২০,শনিবার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন কারবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল করেছে নেতা কর্মীরা। ২৯ ফেব্রুয়ারী শনিবার বিকালে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডস্থ দলের জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়ে সড়ক প্রদক্ষিনের সময় পুলিশ বাধা প্রদান করে। পরে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে এসে বিক্ষোভ সমাবেশ করে। এতে বক্তব্য দেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি’র আহ¦ায়ক আলহাজ্ব আব্দুল গফুর সরকার, যুগ্ম আহ্বায়ক কাজী একরামুল হক, সামসুল আলম, সদস্য সচিব ও পৌর কাউন্সিলর শাহিন আক্তার শাহিন, পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ বাবলু, নজরুল ইসলাম লালবাবু, জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম বাবু প্রমুখ।
এসময় আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, মিথ্যে মামলায় তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছে বর্তমান ফেসিষ্ট সরকার। তারা গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এবং নিজেদের পরাজয়ের আশংকায় তাকে বিনা বিচারে বন্দি রেখে অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসা সেবা নিতে বাধা দিয়ে ক্রমেই মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর পরিণতি কখনই ভালো হবেনা। তাই অচিরেই বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি। অন্যথায় তুমুল আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটানো হবে এবং নেত্রীকে মুক্ত করে আনবো, ইনশাআল্লাহ।