শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :০১ মার্চ-২০২০,রবিবার।
‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে সারা দেশের মত সৈয়দপুরেও প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষ্যে ১ মার্চ রবিবার সৈয়দপুর উপজেলা পরিষদ থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক সহ সৈয়দপুরের জেনারেল ও লাইফ ইন্সুরেন্স কোম্পানীগুলোর শাখা প্রধান ও বিভিন্ন স্তরের কর্মীরা অংশগ্রহন করেন। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিভিন্ন কোম্পানীর ম্যানেজার সহ কর্মকর্তাবৃন্দ।