শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :২৯ পেব্রুয়ারী-২০২০,শনিবার।
নীলফামারীর সৈয়দপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে এক যুবক। ২৯ ফেব্রুয়ারী শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের অদূরে রংপুর-দিনাজপুর মহাসড়কের ওয়াপদা মোড় রেলক্রসিং সংলগ্ন সামাদের ইটভাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রতন চন্দ্র শীল (৪৫)। সে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী শীলপাড়ার মৃত সুবল চন্দ্র শীলের ছেলে। সে পেশায় একজন নাপিত বলে জানা গেছে।
জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটি গামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেন সৈয়দপুর থেকে নীলফামারী যাওয়ার পথে ঘটনাস্থলে পৌছলে রতন চন্দ্র শীল ইটভাটা থেকে দৌড়ে এসে ট্রেনের নিচে ঝাপ দেয়। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। পরে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে লাশটি উদ্ধার করে।
সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, দ্বিখন্ডিত লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা করা হয়েছে। (ছবি আছে)