
শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:২১ সেপ্টেম্বর-২০২২,বুধবার।
নীলফামারী প্রতিনিধি: বাড়ির পাশের ডোবায় পড়ে আপন দুই ভাইয়ের দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে। শিশু দুজন হলো সাজিদ হোসেন (৩) ও তুহিন ইসলাম (৩)। সাজিদ সবজি বিক্রেতা সাদ্দাম হোসেনের ছেলে এবং তুহিন কৃষক আবুল হোসেনের ছেলে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের দলবাড়ীপাড়ায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার আবুল কালাম আজাদ বলেন, সাজিদ ও তুহিন চিপ্স খেতে খেতে বাড়ির পেছনে খোলা জায়গায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশে খালের পানিতে পড়ে ডুবে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তুহিনের মা তারফা বেগম ডোবার পানিতে তাদের ভাসতে দেখে। পরে স্থানীয়রা মিলে দুইজনকে উদ্ধার করে দ্রুত সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে
লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। লাশ দুইটি পরিবারের কাছে হস্তান্তর এবং এই ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে।