
শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: ১৮ অক্টোবর-২০২২,মঙ্গরবার।
বাংলাদেশের স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল। তাঁর ৫৯ তম জন্মদিন সারাদেশের মত নীলফামারীর সৈয়দপুরেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে সৈয়দপুর পৌরসভায় মেয়র রাফিকা আকতার জাহানের নেতৃত্বে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পৌর পরিষদ। পরে শেখ রাসেলের স্মরনে দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ শাহীন হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল হোসেন, ৫নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম রয়েল, সংরক্ষিত ১৩,১৪,১৫ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছা. রুবিনাসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীরাবৃন্দ। পরে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের চত্বরে বৃক্ষ রোপন করা হয়। এখানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রভাষক নাসরিন সুলতানাসহ শিক্ষক শিক্ষার্থীরা।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগেও অনুরুপ কর্মসূচি পালন করা হয়। উপজেলা ভবনের কনফারেন্স রুমে বেলা ১১ টায় আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সাখাওয়াত হোসেন খোকন প্রমুখ।