শাহজাহান আলী মনন, নীলফামারী থেকে:১২ মে-২০২০২০,মঙ্গলবার।
নীলফামারীর সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয়ের ১৯৮৬ সালের ব্যাচ (এসএসসি) এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “প্রত্যাশা ’৮৬”র উদ্যোগে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ১২ মে মঙ্গলবার শহরের শহীদ ক্যাপ্টেন মৃধা সামসুল হুদা সড়কের ডাকবাংলোতে এ সহায়তা প্রদানের আয়োজন করা হয়। নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে প্রায় ৪৫০ জন কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম, পিপিএম)। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) অশোক কুমার পাল, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান।