Logo
ব্রেকিং :
সার্ভিক্যাল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন- দুর্জয় কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে -অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেত্রকোনা জেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের সৌজন্য স্বাক্ষাত
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুরে প্রবেশকারী যানবাহন জীবানু মুক্ত করতে যুবলীগ আহ্বায়ক’র উদ্যোগে স্যানিটাইজার ক্যাম্প উদ্বোধন

রিপোর্টার / ২৫ বার
আপডেট রবিবার, ১৯ এপ্রিল, ২০২০

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :১৯ এপ্রিল-২০২০,রবিবার।

নীলফামারীর সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ দিলনেওয়াজ খান এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সৈয়দপুরে প্রবেশের আগে যানবাহন স্যানিটাইজার ক্যাম্প কার্যক্রম শুরু করা হয়েছে। শহরের প্রবেশমুখ বঙ্গবন্ধু সড়কের পার্বতীপুর মোড়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ১৮ এপ্রিল শনিবার সকালে এর উদ্বোধন করেন সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। উদ্বোধনের পর তিনি সেখানে প্রায় দেড়ঘন্টা অবস্থান করে বিভিন্ন যানবাহনে জীবানু নাশক স্প্রে করেন তিনি। পরে একে একে সাইকেল রিক্সা, অটোরিক্সা, রিক্সাভ্যান, কার, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সকল যানবাহনে জীবানুনাশক স্প্রে করা হয়। এসময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ দিল নেওয়াজ খান, উর্দূভাষী ক্যাম্প কমিটির সভাপতি মাজেদ ইকবালসহ যুবলীগের নেতাকর্মীবৃন্দ।
এ ব্যাপারে জানতে চাইলে স্যানিটাইজার ক্যাম্পের আয়োজক ও সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ দিলনেওয়াজ খান বলেন, করোনাভাইরাসের সঙ্কটময় মূহুর্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জনগনের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এরই অংশ হিসেবে সৈয়দপুর শহরে প্রবেশের পূর্বেই সবধরনের যানবাহনকে জীবানুমুক্ত করতে শনিবার থেকে সেনিটাইজার ক্যাম্প শুরু করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সমাজসেবক দিলনেওয়াজ খান জনগনের পাশে দাঁড়াতে গত ২৬ মার্চ থেকে বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছেন। এসবের মধ্যে রয়েছে সচেতনতামূলক লিফলেট, হ্যান্ড সেনিটাইজার, সাবান, ব্লিচিং পাউডার বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমসহ অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান। তার এসব কার্যক্রমে সার্বক্ষনিক সহযোগিতা করে যাচ্ছেন সৈয়দপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম রয়েল।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com