শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :১০ মার্চ-২০২০,মঙ্গলবার।
নীলফামারীর সৈয়দপুরে ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা আওয়ামীলীগ। ১০ মার্চ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি ও সাবেক মেয়র আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর সভাপতি রফিকুল ইসলাম বাবু, মহিলা সংসদ সদস্য রাবেয়া আলিমের ছেলে প্রকৌশলী একেএম রাশেদুজ্জামান রাশেদ, থানায় জিডি কারী উপজেলা তাঁতী লীগের সভাপতি মোঃ মাসুদুর রহমান লেলিন, সৈয়দপুর সিটি কর্পোরেশন বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক তামিম রহমান প্রমুখ।
বক্তারা জানান, স্বাধীনতার দীর্ঘ ৪৮ বছর পেরিয়েও সৈয়দপুর শহরের অধিকাংশ রাস্তার নামকরণ শহীদদের স্বরণে করা হলেও বিকৃত নামে পরিচিতি পাচ্ছে। এমতাবস্থায় সৈয়দপুর আওয়ামীলীগের উদ্যোগে বার বার উপজেলা প্রশাসন সহ পৌরসভা কর্তৃপক্ষকে লিখিতভাবে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেও এ ব্যাপারে কোন কার্যকর তৎপরতা লক্ষ করা যাচ্ছেনা। এমতাবস্থায় সম্প্রতি সিটি কর্পোরেশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও টিভি নাট্য রচয়িতা তামিমুর রহমান তামিম তার ফেসবুক পেজে এ সংক্রান্ত দাবি জানিয়ে একটি স্ট্যাটাস দেয়। সেখানে সে সৈয়দপুর শহরের প্রধান প্রধান সড়কগুলোকে বঙ্গবন্ধুসহ বীর শহীদদের নামে নামকরণ করা হলেও সে নামে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংস্থার ও প্রতিষ্ঠানের সাইনবোর্ডে সঠিকভাবে উল্লেখ করা হচ্ছেনা মর্মে আক্ষেপ প্রকাশ করেছে। এই স্ট্যাটাসের প্রেক্ষিতে বিভিন্ন জন এ ব্যপারে তাদের মতামত তুলে ধরে কমেন্টস্ করেছেন। বেশিরভাগই তার সাথে একমত পোষন করে দ্রুত শহীদদের নামে নামকরণকৃত সড়কগুলোকে সঠিকভাবে পরিচিত করতে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
কিন্তু এরই মধ্যে দু’টি ফেসবুক আইডি থেকে বিশ্রি ভাষায় গালিগালাজ করাসহ বঙ্গবন্ধুকে অবমাননাকর বক্তব্য দেয়া হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার হুমকিও দেয়া হয়েছে। এর একটি হলো- অংযরশুুঁধসধহ অংযরশ অংযরশ. যিনি তার কমেন্ট বক্সে লিখেছেন “ পাকি কারাগারে বসে হালুয়া রুটি খেয়ে দেশ স্বাধীন করছে তাই না?” পাশাপাশি অপর জনৈক ব্যক্তি তার ফেসবুক আইডি তধরহ ওসধস এর কমেন্ট বক্সে লিখেছেন “ ও টহফবৎংঃড়ড়ফ ঃযধঃ ঐধংরহধ ফরবফ, চষবধং এড়ফ য়ঁরপশষু শরষষ ঐধংরহধ ৃ.. (একটি অশ্লীল শব্দ উল্লেখ করা হয়েছে) যা প্রকাশ করার অযোগ্য। এমতাবস্থায় বিষয়টি তামিমের গোচরিভুত হলে সে তাৎক্ষনিক উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ তার বন্ধু উপজেলা তাঁতীলীগের সভাপতি মাসুদুর রহমান লেলিন কে জানায়। পরবর্তীতে নেতৃবৃন্দের পরামর্শে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। জিডি নং-৫৯৯, তারিখ-৯-৩-২০২০ ইংং। এরই প্রেক্ষিতে উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে এমন জঘন্য কাজের সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে এ সংবাদ সম্মেলন করা হয়।