শাহজাহান আলী মনন, নীলফামারী প্রতিনিধি:১৮ মে-২০২০সোমবার।
নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর হিউম্যানিটি এর উদ্যোগে ৫ শ’ পরিবারের মাঝে এক মাসের খাবার বিতরণ করা হয়েছে। ১৮ মে সোমবার সকালে সৈয়দপুর সরকারী কারিগরী মহাবিদ্যালয় মাঠে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় হিউম্যানিটি ফাউন্ডেশনের আয়োজনে খাদ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ উদ্যোক্তা মোঃ আদনান হোসাইন। সহযোগিতা করেন সাংবাদিক ও কলামিষ্ট সাহবাজ উদ্দিন সবুজসহ ভলেন্টিয়ার ফর হিউম্যানিটির সদস্যবৃন্দ। সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুষ্ঠুভাবে খাদ্য বিতরণ সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন।