শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :০৫ মার্চ-২০২০,বৃহস্পতিবার।
নীলফামারীর সৈয়দপুর উপজেলা প্রশাসন কর্তৃক আসন্ন মহান স্বাধীনতা দিবস পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাসিম আহমেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুর পৌরসভার প্যানেল মেয়র-২ ও বিএনপি নেতা শাহিন আকতার শাহিন।
উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ ও বিভিন্ন শ্রেনী পেশার সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং নারী সংগঠনসমুহের নেত্রীরা উপস্থিত ছিলেন।
কালের কাগজ/প্রতিনিধি/জা.উ.ভি