Logo
ব্রেকিং :
দৌলতপুরে চকমিরপুর প্রিমিয়ার লীগ টি- ২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন নাগরপুর গণহত্যা দিবস উদযাপন নেত্রকোনায় জেলা প্রশাসনের বাজার মনিটরিং নেত্রকোনায় গনহত্যা দিবস পালিত চৌহালীতে হাজি আব্দুল মজিদ মন্ডল ফাউন্ডেশনের ইফতার  সামগ্রিক পেয়ে ভাঙ্গন কবলিত মানুষ খুব খুশি  নাগরপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে খন্দকার আছাব মাহমুদ নেত্রকোনা মডেল থানা পুলিশের সহায়তায় ময়ের কোল ফিরে পেল জমজ শিশু নিম্নমানের খোয়ায় হচ্ছে ৬৪ লাখ টাকার সড়ক নির্মাণ, নীরব কর্তৃপক্ষ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসকের মনিটরিং লিফলেট বিতরণ নাগরপুরে হাজী কল্যাণ মজলিসের মাহে রমজানের পবিত্রতা রক্ষার্থে শান্তিপূর্ণ র‍্যালি অনুষ্ঠিত 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুরে লাম্পি স্কিন রোগে ২০ গরুরমৃত্যু ॥ আক্রান্ত প্রায় ১ হাজার

রিপোর্টার / ২২ বার
আপডেট শুক্রবার, ২৯ মে, ২০২০

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :২৯ মে-২০২০,শুক্রবার।

নীলফামারীর সৈয়দপুরে গবাদিপশুর মাঝে ব্যাপকহারে ভাইরাসজনিত রোগ লাম্পি স্কিন দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে এরই মধ্যে ২০টি গরুর মৃত্যু হয়েছে। রোগের বিস্তার ঘটায় এবং চিকিৎসায় আরোগ্য না হওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন গরুর খামারিরা। উপজেলায় প্রায় ১ হাজার গরু এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, খাতামধুপুর, বোতলাগাড়ি ও বাঙালিপুর ইউনিয়নে ব্যাপকহারে গবাদিপশুর মাঝে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এরই মধ্যে কামারপুকুর ইউনিয়নের দক্ষিণ নিয়ামতপুর গ্রামে ৪টি গরু, একই ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায় গোলাম মোস্তফার একটিসহ অন্যান্য ইউনিয়ন মিলিয়ে মোট ২০টি মারা গেছে।
উপজেলায় হঠাৎ করেই লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর সংখ্যা বেড়েছে। এই রোগে প্রথমে চামড়া ফুলে যায়, তারপর জ্বর আসে গবাদিপশুর। একসময় চামড়ায় ফোসকা পড়ে মাংস খুলে পড়ে যায়। এসব ভাইরাস আক্রান্ত গরু সস্তায় কিনে নিয়ে স্থানীয় কসাইরা হাটবাজারে জবাই করছেন। ফলে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে।
উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশা দর্জিপাড়া এলাকার মমতাজ নামে গরুর মালিক জানান, আমার গাভীটি কয়েকদিন আগে একটি বাছুর প্রসব করেছে। গত প্রায় ৫ দিন থেকে দেখছি গরুটির পায়ের হাটুর কাছে ক্ষতের সৃষ্টি হয়েছে। বুঝতে পারিনি কিভাবে এমনটা হলো। স্থানীয় গ্রাম্য পশু চিকিৎসক আপাতত কর্পূর লাগাতে বলেছে। এসময় ইনজেকশন দিলে দুধ কমে যেতে পারে তাই অন্য কোন চিকিৎসা দেয়নি।
একই গ্রামের জাকির হোসেন বলেন, তার গুরুর ক্ষেত্রেও কয়েকদিন আগে সারা শরীরে গোটা গোটা ফোলা দেখা গেছে। পরে এই ফোলা অংশ ফেটে ভিতর থেকে রক্ত মিশ্রিত পূজ বের হয়েছে। এখন ওই স্থানগুলোতে ক্ষতের সৃষ্টি হয়েছে। তবে পশু হাসপাতাল থেকে চিকিৎসা নেয়ায় এখন মোটামোটি ভাল আছে। তিনি আরও জানান, গ্রামের প্রায় বাড়ি বাড়িতেই গরুর ক্ষেত্রে এ রোগ দেখা দিয়েছে। ইউনিয়নের খামাতপাড়ায় একজনের গরু মারা গেছে।
শহরের ইউসুফ ডেইরী ফার্মের মালিক লায়ন জামিল আশরাফ মিন্টু জানান, ‘লাম্পি স্কিন রোগ নিয়ে বেশ আতংকে আছি। কারণ একটি গরুর এই রোগ হলে অন্যগুলোও আক্রান্ত হবে। আমার খামারে প্রায় ২০০ গবাদি পশু আছে।
সৈয়দপুর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ রাশেদুল হক বলেন, এই ভাইরাসটি গেল বছর থেকে দেখা যাচ্ছে। এবছর রোগটি ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে। গবাদি পশু চাষিরা এই রোগের সঙ্গে লড়াই করছেন। এখন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তিনি জানান, প্রতি বছর দেশের বাইরে থেকে যে পশুগুলো দেশে আসছে তাদের শরীর পরীক্ষা না করার কারণেই এই ভাইরাসজনিত রোগটি ছড়িয়ে পড়ছে।
তিনি আরও বলেন, এ রোগে মৃত্যুহার কম হলেও দুগ্ধ উৎপাদন ও পশু চামড়ার ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে। এ রোগে আক্রান্ত হলে পশুর চামড়া অনেকটাই অকার্যকর হয়ে যায়। আবার গাভী আক্রান্ত হলে দুগ্ধ উৎপাদন কমতে থাকে।
এদিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ আরিফুল হক সোহেল জানান, রোগাক্রান্ত গরুর মাংস খাওয়া মোটেই সমীচীন নয়। (ছবি আছে^)


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com