Logo
ব্রেকিং :
কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু এটি প্রথম আলোর ষড়যন্ত্র: হানিফ প্রতিনিয়ত পত্রিকাটি মিথ্যা সংবাদ প্রকাশ করছে : বিপ্লব বড়ুয়া ডিজিটাল নিরাপত্তা আইনে আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন নেত্রকোনায় ত্রান ও পুর্নবাসন শাখার আয়োজনে কর্মশালা নতুন শিক্ষাক্রম যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে -অঞ্জনা খান মজলিশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেত্রকোনা জেলা আ’লীগ সভাপতি-সম্পাদকের সৌজন্য স্বাক্ষাত প্রশিক্ষণের মধ্যে দিয়ে পেশাগত দক্ষতার বিকাশ ঘটে –নড়াইল পুলিশ সুপার সাদিরা খাতুন
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুরে হতদরিদ্র্রদের মাঝে সরকারী ত্রাণের স্লিপবিক্রি করলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি

রিপোর্টার / ২৬ বার
আপডেট শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :১৭ এপ্রিল-২০২০, শুক্রবার।
করোনা ভাইরাসের প্রকোপে কর্মহীন হয়ে পড়া ক্ষুধার্ত মানুষের জন্য দেয়া সরকারী ত্রাণের বিক্রি করলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি। টাকা না দেয়ায় যেমন ত্রাণ পায়নি অনেকে তেমনি টাকা দিয়েও স্লিপ না পাওয়ার ঘটনাও ঘটেছে। এতে হতদরিদ্র মানুষসহ এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সে সাথে সরকারী ত্রাণ প্রদানের নামে যারা গরীব অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে সচেতন মহল থেকে।
জানা যায়, উপজেলার খাতামধুপুর ইউনিয়ন পরিষদে ক্ষুধার্ত মানুষের মাঝে সরকারী ত্রাণ বিতরণ করা হয় গত মঙ্গলবার। ওই ত্রাণের প্রায় ২৫টি স্লিপ ইউনিয়নের ১ নং ওয়ার্ড খালিশা গ্রামের মেইলের পাড় এলাকায় বিতরণ করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও হাজারীহাট মোহাম্মদীয়া দাখিল মাদরাসার জীব বিজ্ঞানের সহকারী শিক্ষক আজম আলী সরকার। এই ত্রাণের স্লিপ দেওয়ার জন্য তিনি প্রত্যেকের কাছ থেকে আদায় করেন ১শ’ টাকা করে। এতে ২৭ জন নারী-পুরুষ আজম আলীকে টাকা প্রদান করেন। কিন্তু স্লিপ দেওয়ার সময় ২৫টি স্লিপ বিতরণ করলেও অবশিষ্ট দুইজনের স্লিপ বা টাকা কিছুই দেওয়া হয়নি। এরা হলেন আতিউরের স্ত্রী মমতা ও আশরাফের স্ত্রী।
এছাড়া টাকা না দেওয়ায় স্লিপ দেইনি বলে অভিযোগ করেছেন আলমের স্ত্রী শিল্পী। তিনি বলেন, আজম বলেছে যে টাকা দিবে সে স্লিপ পাবে। ত্রাণ নিতে হলে টাকা দিয়েই স্লিপ নিতে হবে। করোনার জন্য আমার স্বামী সাইকেলে করে ফেরি ব্যবসা করতে পারছেনা। এতো বললাম কিন্তু আজম মাষ্টার শুনলোনা। তার এক কথা মোটর সাইকেলের তেল খরচের ১শ’ টাকা না দিলে স্লিপ দেওয়া হবেনা।
ওই এলাকার টাকা দিয়ে স্লিপ নিয়ে ত্রাণ পাওয়া মানুষগুলোর মধ্যে জিকরুলের ছেলে জিল্লুর, রশিদুলের স্ত্রী সাইতি, আমিনুলের স্ত্রী শাহানা, কাল্টিয়ার স্ত্রী হোসনে আরা, বাচ্চুর স্ত্রী মিনুসহ আরও অনেকে অভিযোগ করেন যে, আজম আলী ১০ কেজি করে ত্রাণ দিবে বলে ১শ’ টাকা করে নিয়ে আমাদের স্লিপ দিয়েছে। স্লিপ নিয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে তারা চাল উত্তোলন করেছেন। তবে সকলেরই অভিযোগ ৮/৯ কেজি করে চাল পেয়েছেন তারা।
হোসনে আরা বলেন, আজমের বউ ইউনিয়নের মহিলা মেম্বার থাকার সময়ও এমন করি ত্রাণ আর ভাতার কার্ড করার সময় ট্যাকা না নিয়ে কোন কাজ করেনি। এখন শুনিচি আজম মহিলা এমপি’র লোক তাও ট্যাকা ছাড়া কাম করেছেনা। তাই বাধ্য হয়া ট্যাকা দিয়াই চাউল নিবার হইছে।
এ ব্যাপারে খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমার মেম্বার বা গ্রাম পুলিশের কেউ স্লিপ দিয়ে টাকা নেয়নি। তবে কে বা কারা স্লিপ বিক্রি করেছে তা আমার জানা নেই। তাহলে কি করে স্লিপ কিনে নেওয়া ব্যক্তিরা আপনার ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ পেলো এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ১ নং ওয়ার্ডের উল্লেখিত মানুষগুলো আমার পরিষদ থেকে চাল নিয়েছেন। কিন্তু কে তাদের স্লিপ দিয়েছে তা আমার জানা নেই।
সাংবাদিকদের উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি রাবেয়া আলীমের স্থানীয় প্রতিনিধি হিসেবে পরিচয়দানকারী আজম আলী সরকার জানান, তেলের খরচ হিসেবে কিছু টাকা নিয়েছি। তবে তা মাত্র ১৫টি স্লিপ বাবদ। আপনারা বললে তাদের টাকা দ্বিগুন হারে ফেরত দিবো।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com