শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ঃ০৫ মে-২০২০,মঙ্গলবার।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের খালিশায় ৩শ’ হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, আলু ও তেল বিতরণ করা হয়েছে। ৫ মে মঙ্গলবার দুপুরে পারিবারিকভাবে খাদ্য সহায়তা বিতরণকাজ উদ্বোধন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আখতারুজ্জামা। এসম আরও উপস্থিত ছিলেন খাতামধুপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ রানা পাইলট, আমেরিকান প্রবাসী নাহিদ চৌধুরীর পিতা স্থানীয় সমাজ সেবক ও বিশিষ্ট দলীল লেখক নুরুল ইসলাম (লাল) চৌধুরী, মা প্রাক্তন পরিবার পরিকল্পনা কর্মী হাসিনা খাতুন, ভাই নাজমুল চৌধুরী, সোহাগ চৌধুরী, শুভ চৌধুরী, লায়ন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক শফিয়ার রহমান চৌধুরী, আব্দুল্লাহ, মোহাব্বত চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।
এলাকার হতদরিদ্র ও কর্নহীন তিনশত পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও আধা লিটার সোয়াবিন তেল দেয়া হয়।