Logo
ব্রেকিং :
দৌলতপুরে আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভা জনসভায় পরিণত আওয়ামী লীগ প্রার্থীর কর্মী সভায় সাধারণ সম্পাদকের হাতে সাংগঠনিক সম্পাদকে লাঞ্ছিত নগরকান্দায় জেলা প্রশাসক গোল্ডকাপ -২০২৩ ১ম রাউন্ডের খেলা অনুষ্ঠিত  ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা অনুষ্ঠিত  নেত্রকোনায় আমন চাল সংগ্রহ অভিযান নেত্রকোনায় ইমামদের চেক বিতরন বর্ধিত সভায় সিদ্ধান্ত নেবো কিভাবে নৌকার প্রার্থীকে বিজয় করা যায় – টাঙ্গাইলে কৃষিমন্ত্রী টাঙ্গাইল জেলা মানবাধিকার সংস্থার সভাপতি মেনন, সম্পাদক ডা. স্বপন দৌলতপুরে মানিকগঞ্জ-১আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ এর শুভেচ্ছা বিনিময় দৌলতপুরে মানিকগঞ্জ-১আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এম জাহিদ এর শুভেচ্ছা বিনিময়
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুর বিমানবন্দরে চাকরী দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন আটক

রিপোর্টার / ৫৩ বার
আপডেট মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:২৭ সেপ্টেম্বর-২০২২,মঙ্গলবার।
নীলফামারীর সৈয়দপুরে চাকরী দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সৈয়দপুর
বিমানবন্দরের উন্নয়ন কাজে নিয়োজিত ‘মীর আকতার কোম্পানী’তে চারশত লোক নেওয়া হবে এমন কথা বলে এই প্রতারণা করা হয়েছে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯ টায় বিমানবন্দর সংলগ্ন রেলওয়ে নীচুকলোনী মহল্লা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. ফুলচান প্রামানিক। তিনি টাংগাইলের ভূয়াপুর উপজেলার গোবিন্দাসী এলাকার মৃত মকরম আলীর ছেলে।
ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলচান নিজেকে মীর আকতার কোম্পানির নিয়োগপ্রাপ্ত ফোরম্যান দাবি করেন। এই কোম্পানী সৈয়দপুর বিমানবন্দরে নির্মাণ কাজ পেয়েছে এবং  এই কাজের জন্য চার শতজন শ্রমিক নিয়োগ করা হবে বলে প্রচারণা চালায়। এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার প্রায় ৫০ জনের কাছে ৫ থেকে ৬  হাজার টাকা করে নেয়।
নিজেকে ফোরম্যান দাবি করলেও কোম্পানীর নিয়োগপত্র বা কোন প্রমাণ দেখাতে পারেনি ফুলচান। তার  বিরুদ্ধে মীর আকতার কোম্পানীর নাম ভাঙ্গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নিয়োগের নামে বায়োডাটা ও টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পায় গোয়েন্দা পুলিশ। তারই প্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে।
ভুক্তভোগিরা জানান, নিয়োগের কথা বলে তাদের দশ দিন ধরে সৈয়দপুরে এনে রেখেছে। যে কোম্পানীর কথা বলে তাদের আনা হয়েছে সেই কোম্পানীর কোন হদিস পায়নি তাঁরা। বসে বসে খেয়ে তাদের পকেটের জমা টাকাও শেষ হয়ে গেছে।
টাংগাইল সদরের মৃত শহিদুলের ছেলে নবাগত প্রকৌশলী রাইসূ ইসলাম জানান, সাইট ইন্ঞ্জিনিয়ার নিয়োগের কথা বলে সৈয়দপুরে এনে তার কাছ থেকে কোম্পানীর সিকিউরিটির নামে ছয় হাজার টাকা নিয়েছে ফুলচান।
গাইবান্দার পূর্ব ইদাখালির আলম মিয়ার ছেলে সাদেক আলী জানান, বাবুর্চী হিসেবে নিয়োগ দেওয়ার কথা বলে তার কাছ থেকে ৫ হাজার ৬৪০ টাকা নিয়েছে। গাইবান্দা থেকে বাকিতে পাতিল, কড়াই, বালতি, প্লেট গ্লাসসহ রান্নার সামগ্রী কিনে সৈয়দপুরে আসেন চাকরী পাওয়ার আশায়।
এ ব্যাপারে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ফুলচান নামে এক ব্যক্তিকে আটক রাখা হয়েছে। তবে তার ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। মঙ্গলবার সকালে সন্দেহ মুলক আটক দেখিয়ে তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com