Logo
ব্রেকিং :
মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ২জন গ্রেফতার দৌলতপুরে স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত সাংবাদিক নির্যাতনের ঘটনায় পিআইওসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায়  ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা নিহত টাঙ্গাইলে জাতীয়তাবাদী “জিয়া প্রজন্মদল” এর কমিটি গঠণ নেত্রকোনায় জেলা রাজস্ব সম্মেলন নেত্রকোনায় প্রশাসনের চারজন কর্মচারীর বিদায়ী সংবর্ধনা চৌহালীতে  নানা আয়োজনে মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী  পালন  নেত্রকোনায় মেধাবী শিক্ষার্থীদের ট্যাবলেট বিতরন     নেত্রকোনায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়াপ্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংষ্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টার / ২৩ বার
আপডেট মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি :২৫ ফেব্রুয়ারী-২০২০,মঙ্গলবার।

সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার শহরের মুন্সিপাড়াস্থ কলেজ চত্বরে ওই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার নাহিদ হাসান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য বলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সাবিনা সালাম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য বলেন ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মোঃ মহসিনুল হক মহসিন, সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ যথাক্রমে আলহাজ্ব মোঃ আব্দুল গফুর সরকার, মোঃ আইউব আলী সরকার ছাড়াও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম বাবু প্রমূখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তথ্য ও প্রযুক্তি বিষয়ের প্রভাষক মোঃ লোকমান হাকিম লিটন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ একরামুল হক, পৌর কাউন্সিলর শেখ মোঃ মোহন, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য রাবেয়া আলীম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে প্রধান অতিথি ও বিশেষ অতিথি জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে নবনির্মিত গ্রন্থাগার ভবনের নাম ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন প্রধান অতিথি রাবেয়া আলীম। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে কলেজের ছাত্রীরা একক ও দলীয় সংগীত ও নৃত্য পরিবেশন করে।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com