রংপুর প্রতিনিধি: ১৬ মে, ২০২০,শনিবার।
রংপুরের গঙ্গাচড়ায় স্ত্রী সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছে স্বামী। লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতেগঙ্গাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালাপাড়া গ্রামে।
এলাকাবাসীরা জানায়,ওই গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে হাফিজুল ইসলাম(৩০) তার স্ত্রী ফাতেমা বেগম(২৫)ও ১৮ মাসের কন্যা সন্তান হোমায়রাকে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। শনিবার সকাল ১০টার দিকে বিষয়টি জেনে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফজালুল হক রাজু বলেন, পারিবারিক দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটেছে। তিনি আরও বলেন, ভিতর থেকে দরজা লাগানো ছিল। স্ত্রী ও মেয়ের গলায় কাটা দাগ আছে। ধারনা করা হচ্ছে স্ত্রী ও সন্তানকে হত্যার পর হাফিজুল আত্মহত্যা করেছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার ঘটনা স্থলে উপস্থিত থেকে বলেন,পারিবারিক দ্বন্দ্বের কারণে এমন ঘটনা ঘটতে পারে।বিষয়টি তদন্ত করা হচ্ছে।