নিজস্ব প্রতিবেদক::০৪ জুন-২০২২,শনিবার।
মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ, এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, স্বাধীনতা বিরোধী বিএনপি ও জামাতের স্বপ্ন কোন দিন বাস্তবায়ন হবে না । স্বাধীনতা ও গনতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে । সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগ শক্তিশালী হলে আগামী নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে। নৌকার প্রার্থী বিজয় হলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে । সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলের ও নৌকার পক্ষে কাজ করতে হবে ।
তাই সকল জনগন ও নেতাকর্মীদের কাছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়েছেন সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ¦ এ এম নাঈমুর রহমান দুর্জয় ।
শনিবার ০৪ জুন বিকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কাকনা উচ্চ বিদ্যালয় মাঠে ধামশ^র ইউনিয়নের আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় এসব কথাগুলো বলেছেন।
ধামশ^র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাডঃ গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামীলগের সাধারন সম্পাদক ও জজ কোর্টের পিপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আব্দুস ছালাম, যুগ্ম সাধারন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, যুগ্ম সাধারন সম্লপাদক সুতানুল আজম আপেল, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম রাজা, শিল্প ও বানিজ্য সম্পাদক তোছাদ্দেক হোসেন টিটু,ঘাতক দালাল নিমূল কমিটি সাধারন সম্পাদক এ্যাড: দীপক ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড,আজিজুল হক,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমূখ।
এছাড়া উপস্থিত ছিলেন,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মমিন উদ্দিন খান, জেলা আওয়ামীলগের সদস্য ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস-চেয়ারম্যান নাসির উদ্দিন আবুল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মুশা,শওকত আলী খান, আখিনুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ,আনোয়ার হোসেন , ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ সরকার, উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির,উপজেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আতোয়ার রহমানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগনেতাকর্মীরা।
পরে দ্বিতীয় অধিবেশনে ধামশ^র ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউপি চেয়ারম্যান এ্যাড: ইদ্রিস আলী সভাপতি এবং এ্যাড: সরোয়ার হোসেনকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়েছে। । ।#####