Logo
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

হতদরিদ্রদের পাশে দাড়ালো নিউ জার্সি প্রবাসী বাংলাদেশীরা

রিপোর্টার / ২০ বার
আপডেট রবিবার, ১৭ মে, ২০২০

কামরুল হাসান জুয়েল, ফরিদপুর থেকে:১৭ মে-২০২০,রবিবার।

আমেরিকার নিউ জার্সিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশ সোসাইসি অফ নিউ জার্সি (বিএসএনজে) ফরিদপুরের কর্মহীন হয়ে পড়া শতাধিক হতদরিদ্রদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে। আজ রোববার (১৭মে) সকাল ১০টার দিকে শহরের ঝিলটুলীতে অবস্থিত আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তাদের পক্ষে এসব খাদ্য সামগ্রী তুলে দেন বিএসএনজে’র স্থানীয় সমন্বয়কারী সৈয়দ জাহিদ হোসেন, কাজী মামুনুর রশীদ ও আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ জয়নুল আবেদিন, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর উপস্থিত ছিলেন। প্রত্যেককে এসময় ৭ কেজি করে চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু ও কেজি লবন দেয়া হয়। কাজী মামুনুর রশীদ বলেন, কোভিড-১৯ এর কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারগুলোর প্রতি মানবিক দ্বায়িত্ববোধ হতে নিউ জার্সির প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সহায়তায় এসব খাদ্য সামগ্রী প্রদান করা হলো। ইতিপূর্বেও তারা বিভিন্ন মানবিক কর্মকান্ড পরিচালনা করেছেন।


এ জাতীয় আরো খবর
Theme Created By ThemesDealer.Com