মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি :০৪ জুন-২০২২,সোমবার।
টাঙ্গাইলের ধনবাড়ীতে হাফেজ কল্যাণ পরিষদ ধনবাড়ী,টাঙ্গাইল এর উদ্যোগে বন্যার্তদের মাঝে নগত অর্থ বিতর করেন দিনব্যাপী ময়মনসিংহের কমলাকান্দা, নেএকোনায় উপজেলা’র বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে নগত অর্থ বিতরণ করা হয়েছে। নগত অর্থ বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ্ব মোঃ- মাহফুজুল হক সভাপতি হাফেজ কল্যাণ পরিষদ ধনবাড়ী,টাঙ্গাইল হাফেজ্ব মোঃ- আশরাফুজ্জামান সহসভাপতি হাফেজ কল্যাণ পরিষদ ধনবাড়ী,টাঙ্গাইল হাফেজ্ব মোঃ- মোখলেছুর রহমান মিনজু সদস্য সচিব হাফেজ কল্যাণ পরিষদ ধনবাড়ী,টাঙ্গাইল প্রমুখ। এ সময় গ্রামের প্রবীণ মুরুব্বিরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ্ব মোঃ- মাহফুজুল হক বলেন, ভয়াবহ বন্যায় কমলাকান্দা, ও নেএকোনার জেলার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষ করে ১ম বারের বন্যায় নেএকোনার মানুষ তারা বোরো ফসল হারিয়েছে। ২য় বারের বন্যায় অনেক তাদের ঘর-বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। এমন দুর্যোগের সময় আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে ত্রাণ বিতরণ সাহায্যে করেছেন অবশ্যই আল্লাহ ধরবারে এটি প্রশংসনীয় কাজ। তিনি আরো বলেন, যে কোন দুর্যোগের সময় আমাদের অবস্থান থেকে সাহায্য সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ , এবং পুরো বৎসর মানুষকে সাহায্য সহযোগিতা ও রাস্তা ঘাট, মাদ্রাসা, মসজিদ, ইস্কুল, সহ বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা একান্ত ভাবে করে যাব ইনশাআল্লাহ। যাঁরা আমাদের সাথে থেকে সহযোগিতা করে ছেন হাঃ রুহুল আমিন হাঃ ফরমান আলি হাঃ রফিকুল ইসলাম হাঃ আঃ রাজ্জাক হাঃ শুয়াইব মাওঃ ক্বারী আঃ রহমান মাওঃ আঃ ছামাদ মাওঃ আজিজুর রহমান সকলকেই ধন্যবাদ। উপস্থিত সবাই ও ত্রাণপ্রাপ্তরা মহান আল্লাহর দরবারে হাফেজ কল্যাণ পরিষদ ধনবাড়ী,টাঙ্গাইল এর উত্তর উত্তর সফলতা কামনা করে দোয়া করেন।