মুুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি ঃ০১ মে-২০২০,শুক্রবার।
টাঙ্গাইলে কর্মহীন শ্রমজীবী পরিবারের পাশে ১লা মে উপলক্ষে মানবিক খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত বিএনপি নেতা এডভোকেট ফরহাদ ইকবাল।
কোরনা সংক্রমণ ঠেকাতে সরকার সাধারন জনগণকে বার বার ঘরে থাকার পরামর্শ দিচ্ছে। বৃদ্ধি পাচ্ছে সাধারণ ছুটির মেয়াদ, ফলে কর্মহীন হয়ে পড়েছেন শ্রমজীবী মানুষ। রোজগারের অভাবে খাদ্য সংকটে থাকা এসব দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। কোরনা মহামারী’র শুরু থেকেই শ্রমজীবি খেটে খাওয়া মানুষের পাশে আছেন তিনি। এবার যে সকল শ্রমিক পরিবার খাদ্যের অভাবে পবিত্র রমজানের রোজা রাখতে পারছেন না, তাদের কাছে মানবিক দৃষ্টিতে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন তিনি।
শুক্রবার সকালে টাঙ্গাইল পৌর এলাকার বেড়াবুচনায় শতাধীক কর্মহীন পরিবারের মাঝে এ খাদ্য সাসগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে ফরহাদ ইকবাল বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিএনপি’র নেতা কর্মীরা অতীতেও ছিল এখনও থাকবে। টাঙ্গাইল জেলা বিএনপি’র এ ধরনের উদ্যোগ সব সময় অব্যাহত থাকবে। খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মো. আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদল নেতা শহিদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বিদুৎ মিয়া ও শামীম প্রমূখ।