আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার থেকে:০৩ ফেরুয়ারী-২০২০,সোমবার।
করোনাভাইরাস আতষ্কে সাত ঘণ্টা ট্রেন জার্নি করে মালয়েশিয়া হয়ে দেশে ফিরেছেন চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিওনিং প্রদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশি শিক্ষার্থী আকলিমা বখ্ত আন্নি।
চার বছর ধরে তিনি গণচীনে আছেন। ছুটিতে বাড়িতে আসা-যাওয়া করেন নিয়মিত। এবার করোনাভাইরাস আতষ্কে দেশে ফিরেন তিনি। আন্নি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখতের মেয়ে।
আন্নির স্বজনদের সাথে কথা বলে জানা যায়, জার্নিতে তিনি অভ্যস্ত প্রায়। কিন্তু এবারের যাত্রাটা তার বড়ই বিড়ম্বনার, কষ্টের। পথেই তার কেটেছে ৩০ ঘন্টা। দীর্ঘ যাত্রাপথ পাড়ি দিতে হয়েছে তাকে। পথে পথে ভাইরাস আতঙ্কে অন্তত ৬ দফা তার চেকিং হয়েছে।
রেলস্টেশন, বিমানবন্দর তো বটেই, কফি শপেও তার পরীক্ষা-নিরীক্ষা হয়েছে একাধিকবার। জ্বর-কাশি নেই এমনটি নিশ্চিত হওয়ার পরই বেইজিং এয়ারপোর্টের স্টারবার্গস কফি শপ থেকে এক কাপ কফি কিনতে পেরেছেন আন্নি। আন্নি সাংবাদিকদের বলেন, বুধবার স্থানীয় সময় ভোরে তিনি চীনের লিওনিং প্রদেশের জিনঝু শহর থেকে রওনা করেন। বেইজিংগামী বাস বন্ধ থাকায় তিনি ট্রেন ধরেন।
প্রায় সাত ঘন্টায় রাজধানীতে পৌঁছান। সেখান থেকে কুয়ালালামপুরগামী বিমানে ওঠেন। রাতের ফ্লাইটে মালয়েশিয়ায় পৌছার পর প্রায় চার ঘন্টা ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করতে হয়। মধ্যরাতে ঢাকাগামী ফ্লাইট পান। বৃহস্পতিবার দুপুরে তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে উদ্বেগের সঙ্গে অপেক্ষমাণ ছিলেন তার বাবা। বাবার কোলে পৌঁছে অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলেন তিনি।