Logo
ব্রেকিং :
নেত্রকোনায় অসুস্থ্য আ’লীগ নেতার পাশে সাবেক সচিব বারহাট্রা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্নার উদ্ধোধন টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার বালিকায় এডভোকেট মামুনুর রশিদের ইফতার বিতরণ বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি ও ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে টাঙ্গাইলে বিএনপির অবস্থান কর্মসূচী কেন্দুয়ায় চাঞ্চল্যকর কাঠমিস্ত্রি খুনের প্রধান আসামী র্যাবের হাতের গ্রেফতার গোয়ালন্দে জাটকা সংরক্ষণে পদ্মায় নৌ  র‍্যালী ও জেলেদের শপথ সার্ভিক্যাল রোগে আক্রান্ত সাদিয়ার চিকিৎসার দায়িত্ব নিলেন- দুর্জয় কেন্দুয়ায় হ্যান্ডট্রলির ধাক্কায় শিশুছাত্রের মৃত্যু দৌলতদিয়া পদ্মা নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার ভাইরাল কিংবা ভিউয়ের জন্য গান করি না— ক্লোজআপ ওয়ান তারকা সাজু
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

৪শত দু:স্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা

রিপোর্টার / ২১ বার
আপডেট শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

 মানিকগঞ্জ  প্রতিনিধি:২৫ এপ্রিল-২০২০,শনিবার।
ব্যক্তিগত উদ্যোগে ৪শত দু:স্থ ব্যক্তিকে খাদ্য সহায়তা ও ঔষুধ দিলেন মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। আজ (শনিবার) দুপুরে কার্যালয় প্রাঙ্গন থেকে সামাজিক দুরত্ব রক্ষা করে এক শতাধিক ব্যক্তির হাতে খাদ্যসামগ্রী ও ঔষুধ তুলে দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান। তালিকা অনুযায়ী অন্যদের বাড়িতে বাড়িতে এই খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। প্রতিজন পেলেন ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও সাধারণ রোগের কিছু ঔষুধ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান জানান, করোনার কারণে কর্মহীন মানুষ খুবই কষ্টে দিন কাটাচ্ছেন। কর্মহীন এসব মানুষের কথা ভেবে তিনি তাঁর কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করেছিলেন আর্থিক সহযোগিতা করতে। তার আহবানে সাড়া দিয়ে ৯২ জন কর্মকর্তা-কর্মচারীর সবাই কমবেশী সহযোগিতা করেছেন। তাদের সকলের সহায়তার পাওয়া ২ লাখ টাকা দিয়ে এই খাদ্যসামগ্রী ক্রয় করা হয়েছে। মানিকগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ব্যক্তিদের এই খাদ্য সহায়তার আওতায় আনা হয়েছে।

উল্লেখ্য, এরআগে বেতনের টাকায় নিজ গ্রামের ৪২ পরিবারকে খাদ্য সহায়তা এবং ঔষুধ দিয়েছিলেন এই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com