Logo
ব্রেকিং :
অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় স্কুল শিক্ষিকা নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়লো ৪ টি দোকান সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল টাঙ্গাইল পৌরসভায় ১৩৭ বছরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড় দুর্গন্ধের সাথে শহরে প্রবেশ হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ রাণীশংকৈলে ৫ দিন পর মানসিক প্রতিবন্ধির অর্ধ গলিত লাশ ভূট্টাক্ষেত থেকে উদ্ধার 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

আরিচা-দৌলতদিয়া নৌ রুটে  গরু ব্যবসায়ীদের কাছ থেকে অন্তত কোটি টাকা লুট পদ্মায় দিন-দুপুরে দূর্ধর্ষ  ডাকাতি

রিপোর্টার / ৮০ বার
আপডেট মঙ্গলবার, ২ মে, ২০২৩

আবুল হোসেন,রাজবাড়ী জেলা প্রতিনিধি :০২ মে-২০২৩,মঙ্গলবার।
পদ্মা নদীর আরিচা – দৌলতদিয়া নৌরুটে ইঞ্জিনচালিত ট্রালারে দিন-দুপুরে দূর্ধর্ষ  ডাকাতির ঘটনা ঘটেছে। গরু বিক্রি করে গরু ব্যবসায়ীরা ওই ট্রলারে বাড়ি  ফিরছিলেন। এসময় ডাকাতরা অন্তত কোটি টাকা লুটে নেয় গরু ব্যবসায়ীদের কাছ থেকে। মঙ্গলবার বেলা ৩টার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের অদুরে এ ঘটনা ঘটে।
গরু ব্যবসায়ীরা জানান, তারা বিভিন্ন স্থান থেকে গরু কিনে ইঞ্জিনচালিত ট্রলার যোগে মঙ্গলবার মানিকগঞ্জের আরিচা গরু হাটে গরু গুলো বিক্রি করেন। বিক্রি শেষ করে বেলা ২টার দিকে আরিচা ঘাট থেকে ৭০ থেকে ৭৫ জন গরু ব্যবসায়ী একটি ট্রলারে দৌলতদিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা দেন। বেলা ৩টার দিকে তারা দৌলতদিয়া ঘাটে কাছাকাছি আসলে স্পীডবোড নিয়ে এক দল সশস্ত্র ডাকাতদল তাদের ট্রলারে আক্রমন
চালায়। এসময় ডাকাত দলের সদস্যরা ট্রলারে উঠে প্রথমে ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দিয়ে এলাপাথারী মারপিট শুরু করে। এতে ট্রলারে থাকা অন্তত বিশ জনকে পিটিয়ে আহত করে। এরপর হত্যার ভয়ভীতি দেখিয়ে ট্রলারে থাকা গরু ব্যবসায়ীদের কাছ থেকে গরু বিক্রির
টাকা লুটে নেয়।
ক্ষতিগ্রস্থ গরু ব্যবসায়ী কুদ্দুস  বেপারী জানান, ডাকাতদের এলোপাথারী মারপিট করা দেখে প্রাণ ভয়ে আমি আমার কাছে থাকা ১ লক্ষ ৪০ হাজার টাকা দিয়ে দেই। ওরা আমাকে নিঃস্ব করে দিয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার লক্ষীকুল এলাকার গরু ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন শেখ তাকে মারপিট করে রক্তাক্ত করার বর্ণনা দিয়ে বলেন, আমার কাছে ৬টি গরু বিক্রি করা প্রায় ৭
লাখ টাকা ছিল। এ টাকা ছিল আমার ব্যবসার মূল পূজি। আমি ডাকাতদের টাকা দিতে দেরি করায় তারা আমার উপর মারপিট শুরু করে। একপর্যায়ে আমার সমস্ত টাকা তারা জোর করে ছিনিয়ে নিয়ে যায়।
দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির জনান, নৌ পুলিশ  ঘটনা অবগত হওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে ডাকাতদলকে ধাওয়া করে কাঠালবাড়ি পর্যন্ত নিয়ে যাই। এরপর কাঠালবাড়ি নৌপুলিশও অভিযানে অংশ নেয়। কিন্তু তাদেরকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযান এখনো অব্যাহত আছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ট্রলাক চালককে আটক করা হয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com