Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার জলদস্যুদের  জিম্মিদশা থেকে ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত নাজমুলের বাবা মা  সিরাজগঞ্জে হিরোইনসহ  এক নারী কারবারী গ্রেফতার  কর্মকর্তাদের অবহেলা টাঙ্গাইলের ১৬ সরকারি অফিসে জাতীয় পতাকা ওড়েনা! নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে নৌ-দস্যুতার অভিযোগ জেলেদের  নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

এ এক অনন্য দৃষ্টান্ত সখীপুরে এক লাখ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিল মাদ্রাসা ছাত্রী

রিপোর্টার / ৬৮ বার
আপডেট বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

মুক্তার হাসান,টাঙ্গাইল প্রতিনিধি:০৪ জানুয়ারি-২০২৩,বুধবার।

এক হাজার টাকার নোটের এক লাখ টাকার বান্ডেল। পড়ে আছে রাস্তায়। হয়তো কারও পকেট বা ব্যাগ থেকে অসতর্কতাবশত পড়ে গেছে। চকচকে একটি টাকার বান্ডেল। লোভতো থাকারই কথা। কিন্তু না ভিন্নতা এখানেই। টাকাগুলি পেয়ে সঙ্গে সঙ্গে মাদ্রাসার তৃতীয় শ্রেণির কর্মচারীকে জানিয়ে দিল। এমন নির্লোভ এ কালে হতে পারে? টাকাগুলো ভোগ না করে, মালিককে ফেরত দেয় ৫ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী। এ দৃষ্টান্ত স্থাপন করেছেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ৫ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার। মারিয়া উপজেলার মধ্য আড়াইপাড়ার প্রবাসী ফরহাদ মিয়ার মেয়ে। ওই শিক্ষার্থী মারিয়া জানায়, বুধবার (৪ জানুয়ারি) সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে রাস্তায় একটি টাকার বান্ডেল দেখতে পায়। বান্ডেলটি হাতে নিয়ে প্রথমে তার বান্ধবীকে জানায়। এরপর মাদ্রাসার তৃতীয় শ্রেণির কর্মচারী শফিকুল ইসলামের কাছে টাকাগুলো জমা দেয়। এর কিছুক্ষণ পর জানাজানি হয় একজন লোক এক লাখ টাকা হারিয়ে খুঁজাখুঁজি করছেন। পরে তথ্য প্রমাণের ভিত্তিতে আশরাফুল ইসলাম নামের ব্যক্তির হাতে স্থানীয় অনেক লোকজনের সম্মুখে এ টাকা ফেরত দেওয়া হয়। আশরাফুল একই গ্রামের মৃত গফুর আলীর ছেলে। সে কুয়েত প্রবাসী। আশরাফুল জানান, আমি সকাল বেলায় জেকেটের পকেটে করে এক লাখ টাকা নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম। যাওয়ার পথে চেইন খুলে টাকাগুলি পড়ে যায়। এক লাখ টাকা আমি ফেরত পাব, এ কথা কখনও ভাবিনি। মেয়েটির মহানুভবতা দেখে আমি খুবই মুগ্ধ। আমি তাঁর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ বিষয়ে কালিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক সাজ্জাত লতিফ বলেন, প্রত্যেকটি মানুষেরই উওম চরিত্রের হওয়া উচিত। আমাদের মাদরাসার ছাত্রীর এমন প্রশংসনীয় কাজে আমরা সবাই গর্বিত। ওই মাদ্রাসার অধ্যক্ষ মাও. আবুল খায়ের বলেন, আমাদের একজন আদর্শ, মেধাবী ছাত্রী। আমরা ওর জন্য গর্বিত। আল্লাহ তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলুন এ দোয়া করি।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com