Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে লৌহজং নদী পরিস্কার ও পার উন্নয়ন পরিদর্শন রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার  রাণীশংকৈলে পৌরশহরের প্রবেশপথ রাস্তার দু’ধারে ময়লা আবর্জনার স্তুপ,ভোগান্তিতে পড়তে হয় ব্যবসায়ী,পথচারীসহ পৌরবাসীকে গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যবসায়ীকে জরিমানা ৩ জনকে সর্তক গোয়ালন্দে বিশ্ব ভোক্তা অধিকার দিবস অনুষ্ঠিত টাঙ্গাইলে মাত্র ৬০ টাকায় চাল ডাল তেল ছোলা মুড়ি ও পেঁয়াজ জলদস্যুদের কবলে পড়া নাজমুলের মায়ের আর্তনাদ  নাগরপুরে ছেলের জিম্মির খবরে বাবা-মায়ের  আর্তনাদ । শান্তনা দিতে ছুটে গেলেন ইউএনও জলদস্যুদের কবলে জাহাজ এমভি আব্দুল্লাহ্ ইঞ্জিনিয়ার রোকন উদ্দিনের বাড়িতে চলছে আহাজারী আ’লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য নির্বাচিত হলেন পারফেক্ট্র গ্রুপের চেয়ারম্যান সারোয়ার আলম বাবু
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

টাঙ্গাইলে জ্বীনের বাদশা ও তার সহযোগী গ্রেফতার

রিপোর্টার / ১৩৮ বার
আপডেট সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

মুক্তার হাসান   টাঙ্গাইল প্রতিনিধি :৩০ জানুয়ারি-২০২৩,সোমবার।
টাঙ্গাইলে জ্বীনের বাদশা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪ ও ৮)। সোমবার (৩০ জানুয়ারি) সকালে ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের র‌্যাব-১৪ এর তিন নম্বর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

গ্রেফতারকৃত জ¦ীনের বাদশা ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার চকঢোষ এলাকার বাসিন্দা আবুল কাশেম মাতাব্বরের ছেলে কবিরাজ আকবর আলী ওরফে রাশেদ মাতাব্বর (২৭) ও তার সহযোগী একই এলাকার জলিল মাতাব্বরের ছেলে মিরাজ (২৮)।

র‌্যাব জানায়, গত বছরের ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত জেলার কালিহাতী উপজেলার ছিলিমপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে প্রতারণার ফাঁদে ফেলে জ¦ীনের বাদশা কবিরাজ আকবর আলী বিকাশ ও নগদের মাধ্যমে প্রায় সাড়ে ৭ লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর জ¦ীনের বাদশা আকবর আলী মোবাইল বন্ধ করে দেয়। এক পর্যায়ে ভুক্তভোগী ওই গৃহবধূ র‌্যাবের কাছে অভিযোগ দেয়। পরে টাঙ্গাইল র‌্যাব-১৪ ও ভোলা র‌্যাব-৮ প্রতারকচক্রকে গ্রেফতারে যৌথ অভিযানে নামে। বিভিন্ন জায়গায় অভিযানের পর ভোলা জেলার বোরহান উদ্দিন থানা এলাকা থেকে মূল অভিযুক্ত কবিরাজ আকবর আলী ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বলেন, তাদের টার্গেট ছিল গ্রামের সহজ সরল সাধারণ মানুষ। এসব মানুষকে ফাঁদে ফেলে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কালিহাতী থানায় সোমবার (৩০ জানুয়ারি) মামলা দায়ের করেন। আসামীদের কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

 

 

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com