Logo
ব্রেকিং :
নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু  সিরাজগঞ্জে জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্য মূর্তিসহ  গ্রেফতার  সিরাজগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে এনজিও খুলে টাকা পয়সা নিয়ে উধাও  চলতি মৌসুমে টাঙ্গাইলে বোরো ধান কাটা শুরু নেত্রকোনায় শতকন্ঠে রবীন্দ্রনাথ সিরাজগঞ্জের জানপুরে জমি নিয়ে বিরোধে হামলা মারপিট বাড়িঘর ভাংচুর  ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ  টাঙ্গাইলে কম্বাইন্ড হারভেস্টার মেশিনের জনপ্রিয়তা বাড়ছে নিউ ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের দায়ে ছয় ব্যক্তি দণ্ডিত
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

নাগরপুরে রিক্সা ও ইজিবাইক সমিতিতে আনোয়ার-শাহ আলম কমিটি বহাল

রিপোর্টার / ১৪৬ বার
আপডেট মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ২৪ জানুয়ারি-২০২৩,মঙ্গলবালর।
টাঙ্গাইলের নাগরপুরে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার পূর্বের বিদ্যমান কমিটি বহাল প্রসঙ্গে চিঠি ইস্যু করেছে জেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি। এতে সভাপতি এস এম আনোয়ার ও সাধারণ সম্পাদক শাহ আলম এর যৌথ নেতৃত্বে উক্ত সংগঠন সংশ্লিষ্ট সকল সাংগঠনিক কার্যক্রম চলবে। গত ১৯ জানুয়ারি, ২০২৩ ইং তারিখে টাঙ্গাইল জেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি উপদেষ্টা আলী ইমাম তপন ও সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক এর যৌথ স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে নাগরপুর শাখা পূর্বের কমিটি বহাল রেখে তাদের কার্য চলমান রাখবে বলে জানানো হয়।
পূর্বের বিদ্যমান কমিটি বহাল প্রসঙ্গে রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি এস এম আনোয়ার বলেন, আমরা সংগঠনের সবাই ঐক্যবদ্ধ আছি। কোনো অপশক্তি বা কোনো ষড়যন্ত্র আমাদের এই ঐক্যবদ্ধ সংগঠনকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। জেলা কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এতে কোনো ব্যত্যয় ঘটার সুযোগ নেই। জেলা কমিটি আমাদের দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব আমরা পালন করে যাবো। সাধারণ শ্রমিক ভাইদের বিভ্রান্ত না হওয়ার পরামর্শ জানিয়ে তিনি আরো বলেন, আমাদের কমিটি সর্বদা শ্রমিকদের পাশে থাকে ও তাদের কল্যাণে কাজ করে। সুতরাং শ্রমিক ভাইয়েরা বিভ্রান্ত না হয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা পালন করি।
উল্লেখ্য, ইতিপূর্বে শ্রমিক কল্যাণে অর্থ সহায়তা প্রদান ও নাগরপুর সদর এলাকায় যানজট নিরসনে কার্যকরী ভূমিকা রাখা সহ বিভিন্ন সুনাম অর্জন করেছে আনোয়ার-শাহ আলম কমিটি। সাধারণ শ্রমিকদের ব্যাপক সমর্থন ও ভালবাসাও রয়েছে উক্ত কমিটির প্রতি।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com