Logo
ব্রেকিং :
টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকান্ড পাল্টাপাল্টি অভিযোগ! অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় স্কুল শিক্ষিকা নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়লো ৪ টি দোকান সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল টাঙ্গাইল পৌরসভায় ১৩৭ বছরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড় দুর্গন্ধের সাথে শহরে প্রবেশ হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জের সিঙ্গাইরে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত দুই র‌্যাব সদস্য আহত

রিপোর্টার / ১০৭ বার
আপডেট বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক:২১ এপ্রিল-২০২২,বৃহস্পতিবার।
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক ডাকাত নিহত ও দুইজন ব্যাব সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের আলমমারা সেতুর কাজে এই ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে পিস্তল ও দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই ব্যক্তির নাম মো. কাউসার (৪৫)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার জয়হার গ্রামের লোকমান হোসেনের ছেলে।
সিঙ্গাইর থানার পুলিশ জানায়, গতকাল বুধবার দিবাগত রাতে র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জের একটি আভিযানিক দল একটি মাইক্রোবাস নিয়ে উপজেলার মালিপাড়া এলাকায় মাদক উদ্ধারর অভিযানে যায়। পথে রাত পৌনে দুইটার দিকে আলমমারা একটি সেতুর পাশে রাস্তায় র‌্যাবের দলটি পৌঁছালে একদল ডাকাত র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে কাউসার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ডাকাত দলের ছোড়া গুলিতে র‌্যাবের দুই সদস্য আহত হন।
খবর পেয়ে রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলমমারা এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে নিহত কাউসারের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে ডাকাত দলের ব্যবহৃত দুটি পিস্তল, দুটি রাম দা, একটি চাপাতি, দুটি চাকু, দুটি প্লাস্টিকের টর্চলাইট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা বলেন, নিহত কাউসার লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি ডাকাত দলের সদস্য। তাঁর তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাবের পক্ষ থেকে এব্যাপারের মামলা হয়েছে। নিহত ডাকাত সদস্য কাউছারের লাশ ময়নাতদন্ত শেষে মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত পরিবারের সদস্যরা লাশ নিতে আসেনি।

র‌্যাব-৪ এর সিপিসি-৩ মানিকগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান বুধবার রাতে চারিগ্রামে মাদক অভিযান পরিচালন করে ফেরার পথে আলমমারা বীজের কাছে ১০/১২ জন দুবৃর্ত্ত তাদের গতিরোধ করে গুলি করে। এসময় র‌্যাবের পক্ষ থেকে আত্মরক্ষার্থে গুলি করা হয়। বন্দুক যুদ্ধে ডাকাত সদস্য কাউছার মারা যান। তাদের দুইজন সদস্য আশিক ও তামিম আহত হয়। তাদের সাভার সিএচএম হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আশিককে ছুটি দেওয়া হয়েছে। এই ঘটনায় নায়েব সুবেদার মির হোসেন সরকার বাদি হয়ে সিংগাইর থানায় মামলা করেছেন।####
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com