Logo
ব্রেকিং :
নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে নৌ-দস্যুতার অভিযোগ জেলেদের  নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু  সিরাজগঞ্জে জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্য মূর্তিসহ  গ্রেফতার  সিরাজগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে এনজিও খুলে টাকা পয়সা নিয়ে উধাও  চলতি মৌসুমে টাঙ্গাইলে বোরো ধান কাটা শুরু নেত্রকোনায় শতকন্ঠে রবীন্দ্রনাথ সিরাজগঞ্জের জানপুরে জমি নিয়ে বিরোধে হামলা মারপিট বাড়িঘর ভাংচুর  ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে পদ্মার চরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টার / ১২৮ বার
আপডেট মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক::২৪ জানুয়ারি-২০২৩,মঙ্গলবার।

মানিকগঞ্জের হরিরামপুরে লেছরাগঞ্জ পদ্মার বুকে চরাঞ্চলে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে তিন শতাধিক শীতার্ত নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩) দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার লেছরাগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে মানিকগঞ্জ জেলা পুলিশের আয়োজনে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলামা আজাদ খান পিপিএম-বার ।

এ সময় মানিকগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান ও মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের বিভিন্ন পর্যায়ের সদস্যগণসহ অন্যান্য অফিসার, ফোর্স উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান বলেন, হরিরামপুরের এই চরাঞ্চল জেলা শহর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। এ অঞ্চলের মানুষের আর্থিক সচ্ছলতা অনেক কম। নদীভাঙা অসহায় মানুষের দুঃখ-দুর্দশার কথা চিন্তা করে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হলো। এখানকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। ইতোমধ্যে জেলা পুলিশ জেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম শুরু করেছে। জেলা পুলিশের মানবিক এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়াও পুলিশ সুপার মহোদয় মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামকে ধন্যবাদ জানিয়ে এর সফলতা কামনা করেন। একইসঙ্গে এই শীতার্ত মানুষের শীত নিবারণের জন্য মানিকগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের মতো অন্যান্য সামাজিক সংগঠনকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com