Logo
ব্রেকিং :
বঙ্গবন্ধু শুরুর সময়, একটি ডলারও ছিল না- মানিকগঞ্জে গৃহায়ন মন্ত্রী রাণীশংকৈলে প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা  নবাবগঞ্জে প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৪ উদ্বোধনী /সমাপনী অনুষ্ঠান সমাজসেবার বিশেষ অবদানে সম্মাননা স্মারক পেলেন দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান রহমান মন্ডল ভিক্ষা ছেড়ে  বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ চাহিদা সম্পর্ণ রতনদের পাশে প্রশাসন। টাঙ্গাইল শহরে থমথমে অবস্থা ॥ ককটেল বিস্ফোরণ আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি সমাবেশ পুলিশি বাঁধায় পন্ড  দৌলতপুরে প্রাণি সম্পদ প্রদর্শণী নাগরপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী  অনুষ্ঠিত  ঘুমন্ত স্বামীর গোপণাঙ্গ কেটে সন্তান রেখেই পালালেন স্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

মানিকগঞ্জ  জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে তিনটি ড্রেজারসহ ৭ জন গ্রেফতার

রিপোর্টার / ১১২ বার
আপডেট বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:২৬ জানুয়ারি-২০২৩,বৃহস্পতিবার।

মানিকগঞ্জ   জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক অভিযানে  অবৈধ ভাবে বালু উত্তোলন কাজে ব্যবহৃত ০৩(তিন)টি ড্রেজার, যাহার সর্বমোট মূল্য অনুমান=৩,৬০,০০,০০০/-(তিন কোটি ষাট লক্ষ) টাকা উদ্ধারসহ ০৭জন আসামী গ্রেফতার করেছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র  প্রেস বিজ্ঞপ্তিতে জানান,  মানিকগঞ্জ জেলার  পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার মহোদয়ের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন এর তত্ত্বাবধানে ডিবি, মানিকগঞ্জ এর একটি অভিযানিক দল এসআই(নিঃ)/হাকিম মোল্লা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন আবিধারা (ধুলশুড়া) সাকিনস্থ ধুলশুড়া ঘাটের ৫০০(পাঁচশত) গজ পশ্চিমে পদ্মা নদী হইতে আসামী ১। মোঃ মনির হোসেন (২৫), পিতা-মোঃ নাছির মোল্লা, সাং-পশ্চিম চরপাতা(পশ্চিম ইলিশা), থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ২। মোঃ আঃ সালাম (৫৫), পিতা-মৃত আঃ আজিজ শেখ, সাং-তারাশী(হিরন), থানা-কোটালীপাড়া, জেলা-গোপালগঞ্জ, ৩। মোঃ সাইফুল ইসলাম (৩২), পিতা-মৃত জামাল রাঢ়ী, সাং-চর দাইয়া(আলিমাবাদ), থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ৪। মোঃ ইয়াছিন ওরফে মুন্না (২২), পিতা-মোঃ বাবুল মিয়া, সাং-সোহাগদল, থানা-নেছারাবাদ(স্বরুপকাঠি), জেলা-পিরোজপুর, ৫। মোঃ জিয়াউর রহমান (৩৫), পিতা-মৃত আবুল কাশেম মাঝি, সাং-গাগরিয়া(আলিমাবাদ), থানা-মেহেন্দীগঞ্জ, জেলা-বরিশাল, ৬। মোঃ ইউসুফ (২৪), পিতা-আঃ মালেক বেপারী, সাং-পূর্ব চর নন্দনপুর(পশ্চিম ইলিশা), থানা-ভোলা সদর, জেলা-ভোলা, ৭। মোঃ আক্তার কাজী (৩৫), পিতা-মোঃ বজলু রহমান, সাং-আলবদী(উলুকান্দি মাদ্রাসা), থানা-সোনারগাও, জেলা-নারায়নগঞ্জদেরকে পদ্মা নদী হতে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ইং ২৫/০১/২০২৩ তারিখ ২৩.৩০ ঘটিকায় (।) একটি নীল রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার, যাহার গায়ে “এমবি বড় পীড়ের দোয়া ড্রেজার,” যাহার মূল্য অনুমান=১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা, (।।) একটি সবুজ রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার, যাহার গায়ে “এম নং-০-১৩৬৯৮, স্বপ্নের বাংলা ড্রেজার”, যাহার মূল্য অনুমান=১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা, (।।) একটি নীল রংয়ের ইঞ্জিন চালিত ড্রেজার, যাহার গায়ে “এমবি এম-০-০১৩৬৯৮ স্বপ্নের বাংলা ড্রেজার”, যাহার মূল্য অনুমান=১,২০,০০,০০০/-(এক কোটি বিশ লক্ষ) টাকা, তিনটি ড্রেজারের সর্বমোট মূল্য (১,২০,০০,০০০+১,২০,০০,০০০+১,২০,০০,০০০)=৩,৬০,০০,০০০/-(তিন কোটি ষাট লক্ষ) টাকা উদ্ধারসহ আটক করেন।

এবিষয়ে  জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ এর ইনচার্জ, পুলিশ পরিদর্শক(নিঃ) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ সংক্রান্তে হরিরামপুর থানায় ০১টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com