Logo
ব্রেকিং :
জলদস্যুদের  জিম্মিদশা থেকে ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত নাজমুলের বাবা মা  সিরাজগঞ্জে হিরোইনসহ  এক নারী কারবারী গ্রেফতার  কর্মকর্তাদের অবহেলা টাঙ্গাইলের ১৬ সরকারি অফিসে জাতীয় পতাকা ওড়েনা! নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে নৌ-দস্যুতার অভিযোগ জেলেদের  নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু  সিরাজগঞ্জে জিনের বাদশা প্রতারক চক্রের ৫ সদস্য মূর্তিসহ  গ্রেফতার  সিরাজগঞ্জে বাড়ি ভাড়া নিয়ে এনজিও খুলে টাকা পয়সা নিয়ে উধাও 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

রূপগঞ্জে ডাকাতকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রিপোর্টার / ২৯৭ বার
আপডেট শনিবার, ২ এপ্রিল, ২০২২

 রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ০২ এপ্রিল -২০২২,শনিবার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশী যাত্রীবাহী গাড়িতে ডাকাতিকালে এক ডাকাতকে আটক করে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এছাড়া ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন ৫ জন। গত শুক্রবার (০১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চাঁন টেক্সটাইল-ছনপাড়া সড়কের স্বর্ণখালী বাজার এলাকায় ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঢাকা এয়ারপোর্ট থেকে যাতায়াত করার জন্য সহজ সড়ক হিসেবে এশিয়ান হাইওয়ে সড়ক হয়ে চাঁন টেক্সটাইল থেকে ছনপাড়া সড়ক যোগে ঢাকা-সিলেট মহাসড়কটিতে প্রবেশ করেন। আর জন্য প্রায় সময়ই গভীর রাতে চাঁন টেক্সটাইল-ছনপাড়া সড়কের স্বর্ণখালী বাজার এলাকায় ডাকাতদল অবস্থান করে ডাকাতি করার জন্য। গনপিটুনির ডাকাতের নাম রাসিম। তার বাড়ি উপজেলার গুতুলিয়া গ্রামে। বাবার নাম আলাউদ্দিন। শক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিদেশ ফেরত যাত্রীবাহী একটি গাড়ি গতিরোধ করে ডাকাতির চেষ্টা চালায় ১০ থেকে ১২ জনের একদল ডাকাত। এসময় গাড়িতে থাকা তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। এসময় স্বর্ণখালী বাজারে ডাকাতি হচ্ছে এমন খবরে স্থানীয় এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতদের হামলায় আতিকুর ও রাজ্জাক আহত হয়। এসময় রাসিম নামের এক ডাকাতকে আটক করে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে ভোলাব তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে আসলে পুলিশের কাছে ওই ডাকাতকে সোপর্দ করা হয়। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযুক্তকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com