Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার জলদস্যুদের  জিম্মিদশা থেকে ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত নাজমুলের বাবা মা  সিরাজগঞ্জে হিরোইনসহ  এক নারী কারবারী গ্রেফতার  কর্মকর্তাদের অবহেলা টাঙ্গাইলের ১৬ সরকারি অফিসে জাতীয় পতাকা ওড়েনা! নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে নৌ-দস্যুতার অভিযোগ জেলেদের  নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

রিপোর্টার / ৯২ বার
আপডেট শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

এইচএম মোকাদ্দেস ,সিরাজগঞ্জ প্রতিনিধি:০৭ জানুয়ারি-২০২৩,শনিবার।
সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটো ভ্যান গাড়িতে থাকা কানাই হালদার (২৮) নামের এক মাছ ব্যবসায়ী ও মুলিবাড়ি চেকপোস্ট এলাকায়  ট্রাকের ধাক্কায় মো. হামিদুল ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সকল দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
শনিবার (৭ জানুয়ারি) ভোরে  সিরাজগঞ্জ শহরের নিউ মার্কেটের সামনে বাস অটো ভ্যানকে চাপা দিলে মাছ ব্যবসায়ী
কানাই হালদার (২৮) ও শুক্রবার  রাত ৯টার সময় সদরের মুলিবাড়ি মহাসড়ক এলাকায়  ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী হামিদুল ইসলাম (৩০) নিহত হন। নিহত কানাই হালদার জেলার রায়গঞ্জ উপজেলার কালিঞ্জা গ্রামের রামপ্রসাদ হালদারের ছেলে ওমোটরসাইকেল আরোহী হামিদুল ইসলাম (৩০) গাইবান্ধা জেলার বাসিন্দা।  বাসের ধাক্কায় আহতরা হলেন- একই গ্রামের বিজয় হালদারের ছেলে রামপ্রসাদ হালদার (৪০)মনেশ্বর হালদারের ছেলে পরি হালদার (৪৫)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত আজাহার আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানান, আমরা দুজনই রেলওয়ে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছি। শুক্রবার রাতে মুলিবাড়ি হতে বঙ্গবন্ধু  যমুনা সেতুর পূর্বপাড়ে যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে সহকর্মী হামিদুল ইসলাম মারা যান।  আমি সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকালে রায়গঞ্জ থেকে ভ্যানে শহরের মালশাপাড়া এলাকায় মাছ ধরার জন্য জাল নিয়ে শহরের দিকে আসছিল  কানাই হালদারসহ আরও ৫ জেলে। এ সময় শহরের নিউ মার্কেটের সামনে আসলে দ্রুতগামী একটি বাস পেছন থেকে ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলে কানাই হালদার নিহত হন। এসময় বাকি ৪ জন জেলে আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে রামপ্রসাদ হালদার ও পরি হালদারের অবস্থা আশংঙ্ক্ষাজনক হওয়ায় তাদেরকে বগুড়া রেফার্ড করা হয়েছে। তবে সিসি ক্যামেরা দেখে বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি আরও জানান , অপরদিকে  শুক্রবার রাতে জেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি চেকপোস্টের পূর্ব পাশে অজ্ঞাতনামা এক ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. হামিদুল ইসলাম  নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় অপর আরোহী মো. আজাহার আলী  আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#####


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com