Logo
ব্রেকিং :
টাঙ্গাইলে ৪৮তম ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস পালিত নাগরপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম বহিষ্কার জলদস্যুদের  জিম্মিদশা থেকে ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপ্লুত নাজমুলের বাবা মা  সিরাজগঞ্জে হিরোইনসহ  এক নারী কারবারী গ্রেফতার  কর্মকর্তাদের অবহেলা টাঙ্গাইলের ১৬ সরকারি অফিসে জাতীয় পতাকা ওড়েনা! নগরকান্দায় শ্রমজীবীদের মাঝে, ছাতা, গেন্জি ও গামছা বিতরণ গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে নৌ-দস্যুতার অভিযোগ জেলেদের  নির্বাচনের আগে প্রিজাইডিং কর্মকর্তাদের  গোপন বৈঠকের মাস্টারমাইন্ড  বরখাস্ত  নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জে খেলতে গিয়ে বালির গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু 
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

সৈয়দপুরে শীতবস্ত্র নিয়ে শীতার্তদের  মাঝে ছুটে চলেছে ‘মানবতার গাড়ী’ 

রিপোর্টার / ৭২ বার
আপডেট রবিবার, ৮ জানুয়ারী, ২০২৩

শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:০৮ জানুয়ারি-২০২৩,রবিবার।
এক একটি বাক্সে এক এক ধরনের কাপড়। নারী, পুরুষ, বাঁচ্চা সকলের জন্য। শার্ট, প্যান্ট, শাড়ি, কম্বল, জায়নামাজ, বোরখা, জ্যাকেট, ওড়নাসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র।
এছাড়া শিশুদের জন্য রয়েছে শিশুতোষ বই খাতা কলমসহ শিক্ষা সামগ্রী। এসব পন্যসহ সুন্দর করে সাজানো একটি রিক্সাভ্যান ছুটে চলেছে। যেখান থেকে দুস্থদের যার যেটা দরকার নিজেই বেঁছে পছন্দ করে বিনামূল্যে নিয়ে যাচ্ছেন ইচ্ছেমত।
কিছু উদ্যোমী হৃদয়বান তরুণের প্রচেষ্টার চিত্র এটি। এই মানবিক কাজে নিয়োজিত তরুনরা হলো আসিফ, আব্দুল মান্নান, শামীম রহমান, মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ রাহেল, সুজন প্রমুখ। যাদের মাধ্যমে ইতোমধ্যে শীতবস্ত্র পেয়েছেন কয়েকশত শীতার্ত অসহায় দুস্থ মানুষ।
‘মানবতার গাড়ী’ নামে তারা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে মানব সেবায়। যে গাড়ী থেকে চাহিদা সম্পন্ন মানুসেরা প্রয়োজনমত সংগ্রহ করেছেন বস্ত্রসহ নানা সামগ্রী। ব্রাইট হিউম্যানিটি নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এভাবে ফেরি করে পৌঁছে দিয়েছে দ্বারে দ্বারে।
বৃহস্পতিবার থেকে কয়েকদিন ধরে সকাল হতে দুপুর পর্যন্ত তারা শহরের বিভিন্ন পয়েন্ট ওই বিতরণ কর্মসূচী পালন করে চলেছে। তাদের এই আয়োজনের ফলে প্রচণ্ড ঠান্ডায় কাতর দুস্থ মানুষগুলো শীত নিবারণে সামান্য হলেও সহায়তা পেয়েছে।
ইতোমধ্যে সৈয়দপুর রেলওয়ে স্টেশন চত্বর, পাঁচমাথা মোড়, বাস টার্মিনাল, স্মৃতি অম্লান চত্বর, প্লাজা মার্কেট, গোলাহাট বাজার সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। অন্যান্য এলাকাতেও যাবে তারা।
সংগঠনের সভাপতি খুরশীদ আলম জানান, সংস্থার সদস্যরা নিজেদের সামর্থ অনুযায়ী অর্থ দিয়ে আবার বিভিন্ন জনের কাছ থেকে পুরানো পোশাক সংগ্রহ করে এবং সেটা যার পছন্দ সেই অসহায়দের মাঝে বিতরণ করছি।
এ কর্মসূচী আরও কয়েকদিন চলবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. সবুজ। তিনি আরও জানান, মূলত: আমাদের  বার্ষিক কর্মসূচীর অংশ হিসেবে আমরা প্রতি বছর এরুপ কর্মসূচী পালন করে আসছি


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com