নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:০২ আগস্ট-২০২২,মঙ্গলবার।
সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে নজীরবিহীন অব্যবস্থাপনার বিরুদ্ধে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলি বর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। উপজেলা ছাত্রদলের আহŸায়ক মীর খালেদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহিদুল রহমান মনিরের পরিচলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক আহাম্মদ আলী রানা, সদস্য মো. সোরহাব আলী, গোলাম মোস্তাফা গোলাম, উপজেলা যুবদলের যুগ্ন-আহŸায়ক মিজানুর রহমান লাভলু, কৃষকদলের সদস্য সচিব মো. জাহিদ হাসান জাহিদ, জাসাসদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহŸায়ক শফিকুল ইসলাম, রুপক খান, সরদার আশরাফ, জাকির হোসেন, শহীদ মিয়া শরিফ, ফরিদুজ্জামান মনির, সদস্য সৈয়দ তাহামিবুল হক রাহাত, কলেজ ছাত্রদলের আহŸায়ক মো. আশরাফুল ইসলাম আসলাম, সদস্য সচিব মনির হোসেন প্রমুখ। এ সময় উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।