কালের কাগজ ডেস্ক:১৫ ডিসেম্বর,শনিবার ।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
শনিবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সিইসি বলেন, ‘ড. কামাল হোসেনের ওপর হামলার ঘটনা দুঃখজনক। তিনি রাষ্ট্রের সিনিয়র সিটিজেন, প্রখ্যাত মানুষ। তার সঙ্গে এমন ঘটনা কাম্য নয়।’
তিনি বলেন, ‘তার (কামাল হোসেন) ওপর হামলার ঘটনায় ফৌজদারি অপরাধ হয়েছে। যেভাবে ব্যবস্থা হয়, সেটা হবে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারাও একটি আবেদন করেছে। আমরা নির্বাচনী তদন্ত কমিটির কাছে বিষয়টি পাঠাব। তারা যেভাবে রিপোর্ট দেবে, সেভাবে ব্যবস্থা নেয়া হবে।’
উল্লেখ্য, গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মিরপুরে শ্রদ্ধা নিবেদন শেষে ফেরার পথে ড. কামাল হোসেনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার দুপুরে জাতীয় ঐক্যফ্রন্টের একটি প্রতিনিধিদল ইসিতে গিয়ে ব্যবস্থা নিতে আবেদন জমা দেয়।
কালের কাগজ/প্রতিবেদক/জা.উ.ভি