Logo
ব্রেকিং :
টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকান্ড পাল্টাপাল্টি অভিযোগ! অসুস্থতার ছুটি নিয়ে স্বামীর নির্বাচনী প্রচারণায় স্কুল শিক্ষিকা নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়লো ৪ টি দোকান সিরাজগঞ্জে বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত ফরিদপুরে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত নাগরপুরে কিশোরগ্যাংয়ের হামলায় মুক্তিযোদ্ধার সন্তান মৃত্যু শয্যায় টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত সুলতান সালাউদ্দিন টুকু’র জামিন আবেদন বাতিল করে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছে যুবদল টাঙ্গাইল পৌরসভায় ১৩৭ বছরেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি দুই প্রবেশ মুখে ময়লার ভাগাড় দুর্গন্ধের সাথে শহরে প্রবেশ হুমকিতে জনস্বাস্থ্য ও পরিবেশ
নোটিসঃ
সম্পাদক মন্ডলীর সভাপতি : আলহাজ্ব এ.এম নাঈমূর রহমান দূর্জয় ,সম্পাদক ও প্রকাশক মো: জালাল উদ্দিন ভিকু,সহ-মফস্বল সম্পাদক মো: জাহিদ হাসান হৃদয়

ঈশ্বরগঞ্জে বাসাবাড়ি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টার / ১৫৫ বার
আপডেট শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩

হাবিবুর রহমান,  প্রতিনিধি ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ):২৮ জানুয়ারি-২০২৩,শনিবার।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর সদরের ধামদী গ্রামের অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারির বাসাবাড়ি জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য মমতাজ জাহান মিতু ভাড়া নিয়ে নিজেই মালিকানা দাবি করে দখলে নেয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ওই পরিবার। সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারি ইসহাক মিয়ার শারীরিক অক্ষমতার কারণে লিখিত বক্তব্য পাঠ করেন তার পুত্রবধূ সাজমুন্নাহার সাজু।
লিখিত বক্তব্যে জানা যায়, সাজুর শ্বশুর ধামদী এলাকায় জমি ক্রয়করে একটি বাসা নির্মাণ করেন। বাসাটি ২০১৮ সালে ভাড়া নেন মমতাজ জাহান মিতু, ভাড়া নেওয়ার পর ৩বছর রশিদ মূলে নিয়মিত ভাড়া পরিশোধ করে আসছেন তিনি। পরবর্তীতে নিজেকে মালিক দাবি করে ২০২১ সাল থেকে বিভিন্ন অযুহাতে ভাড়া দেয়া বন্ধ করে দেন মমতাজ জাহান মিতু।
বাসা ছাড়ার ব্যাপারে একাধিকবার লিগ্যাল নোটিশ প্রদান করা হলেও কোন জবাব না দিয়ে দখল করে রাখেন মিতু। বিষয়টিকে ধামাচাপা দিতে ভূয়া কাগজপত্র তৈরি করে এবং ইসহাক মিয়ার ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সাজু।
এবিষয়ে মমতাজ জাহান মিতু নিজেকে জেলা আওয়ামী মহিলা লীগের সদস্য দাবি করে বলেন, বায়নাপত্র করে টাকা দিয়ে বৈধভাবে বাসায় আছি। এখন আমাকে বাসা থেকে বের করতে বিভিন্ন প্রকার হুমকী দিচ্ছে এবং বাসায় একা পেয়ে আমার শিশু কন্যাকে ধষর্ণ ও হত্যার চেষ্টা করে।
এব্যপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান বলেন, শিশু ধষর্ণ ও হত্যার চেষ্টা মামলা নিয়ে আসামীকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাসা অবৈধ দখলের বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##

 


এ জাতীয় আরো খবর
Tech Support By Nagorikit.Com